ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

নোয়াখালীতে ছাত্রদলের ২ গ্রুপে সংঘর্ষ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২১ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৬
নোয়াখালীতে ছাত্রদলের ২ গ্রুপে সংঘর্ষ

নোয়াখালী: বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য দেওয়া নিয়ে ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (১৯ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় জেলা শহর মাইজদীর বিআরডিবি মিলনায়তনে আলোচনা সভা চলাকালে এ ঘটনা ঘটে।



এ সময় জেলা ছাত্রদলের সভাপতি নুরুল আমিন খান ও নোয়াখালী সরকারি কলেজ ছাত্রদলের প্রধান সমন্বয়ক আজগর উদ্দিন দুখুর নেতাকর্মীদের মধ্যে চেয়ার ছোঁড়াছুড়ি হয়। এ সময় উভয় পক্ষের নেতাকর্মীরা ১০-১২টি চেয়ার ভাঙচুর করে। তবে এতে কেউ হতাহত হয়নি।

খবর পেয়ে সুধারাম থানার পুলিশ ঘটনাস্থল পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে নোয়াখালী জেলা ছাত্রদলের উদ্যোগে স্থানীয় বিআরডিবি মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

এতে জেলা ছাত্রদলের সভাপতি নুরুল আমিন খানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও নোয়াখালী পৌরসভার মেয়র হারুনুর রশিদ আজাদ।

বিশেষ অতিথি ছিলেন, বিএনপি নেতা অ্যাডভোকেট আবদুর রহমান, অধ্যাপক লিয়াকত আলী খান, মাহবুব আলমগীর আলো, সলিম উল্যাহ বাহার, কামাক্ষ্যা চন্দ্র দাস প্রমুখ।

অনুষ্ঠানের একপর্যায়ে নোয়াখালী সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের প্রধান সমন্বয়ক আজগর আলী দুখুকে বক্তব্য দেওয়ার জন্য ঘোষণা দেওয়া হলে ছাত্রদল সভাপতি নুরুল আমিন খান এতে বাধা দেন।

এর জের ধরে দুই গ্রুপের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এ সময় নেতাকর্মীরা চেয়ার ছোড়াছুড়ি ও ভাঙচুর করে। পরে খবর পেয়ে সুধারাম থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সুধারাম থানা উপপরিদর্শক (এসআই) সুধন চন্দ্র বাংলানিউজকে জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বাংলাদেশ সময়: ২১২২ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।