ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

সিলেটে ছুরিকাঘাতে আহত ছাত্রলীগ কর্মীর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৭ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৬
সিলেটে ছুরিকাঘাতে আহত ছাত্রলীগ কর্মীর মৃত্যু

সিলেট: সিলেটে ছুরিকাঘাতে আহত ছাত্রলীগ কর্মী কাজি হাবিব (২৪) মারা গেছেন। হাবিব সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিবিএ চতুর্থ বর্ষের শিক্ষার্থী।



মঙ্গলবার (১৯ জানুয়ারি) দুপুর ১২টার দিকে নগরীর শামীমাবাদ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সামনে তাকে ছুরিকাঘাত করা হয়। রাত পৌনে ১২টায় চিকিৎসাধীন অবস্থায় নগরীর একটি বেসরকারি হাসপাতালে তিনি মারা যান।   

সিলেট মহানগরীর কোতোয়ালি থানার উপপরিদর্শক(এসআই) ফয়াজ উদ্দিন ফয়েজ বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

হাসপাতাল সূত্র জানায়, গুরুতর অবস্থায় হাবিব ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। রাত ৯টার দিকে তার অবস্থার অবনতি হলে তাকে নগরীর মাউন্ট এডোরা হাসপাতালে আইসিইউতে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে থাকাবস্থায় রাত পৌনে ১২টায় তিনি মারা যান।

দলীয় কোন্দলের  জের ধরে মঙ্গলবার দুপুরে কাজী হাবিবের ওপর হামলা করা প্রতিপক্ষের লোকজন। তারা হাবিবকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে রাস্তায় ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ওসমানী হাসপাতালে ভর্তি করেন।

বাংলাদেশ সময়: ০১১৬ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৬
এনইউ/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।