ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

‘খালেদার বক্তব্যের প্রতিবাদ রাজনৈতিক প্রতিহিংসা নয়’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৬ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৬
‘খালেদার বক্তব্যের প্রতিবাদ রাজনৈতিক প্রতিহিংসা নয়’ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কুষ্টিয়া: তথ্যমন্ত্রী জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, খালেদা জিয়া পাকিস্তানিদের মতোই বঙ্গবন্ধু, ৭১’র শহীদ ও মুক্তিযোদ্ধাদের প্রসঙ্গে আবোল তাবোল বকছেন এবং অপমান করছেন। আমরা তার প্রতিবাদ করছি মাত্র, এটা রাজনৈতিক প্রতিহিংসা নয়।



মঙ্গলবার (২৬ জানুয়ারি) সকাল ১১টায় কুষ্টিয়া সার্কিট হাউজে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
 
ইনু বলেন, খালেদা জিয়া মিথ্যাচার করলেও আমরা তার সম্পর্কে সত্যি কথা বলছি।

আর এসব নিয়ে যারা খালেদার পক্ষে সাফাই গাইছেন তাদের উদ্দেশ্য করে তথ্যমন্ত্রী বলেন, ৭১’র মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু বা তার ভূমিকা এবং শহীদদের আত্মত্যাগ নিয়ে কোনো কটাক্ষ গ্রহণযোগ্য হবে না।

এ সময় কুষ্টিয়ার জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার শাখাওয়াত হোসেন, জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, সাধারণ সম্পাদক আব্দুল আলীম স্বপনসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৩২৪ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।