ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ফরিদপুরে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৬ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৬
ফরিদপুরে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ছবি : বাংলানিউজটোয়েটিফোর.কম

ফরিদপুর: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ  মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবক দল।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার (২৬ জানুয়ারি) বিকেলে শহরের আলীপুর বাদামতলী সড়ক থেকে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েলের নেতৃত্বে মিছিল বের হয়।



মিছিলটি শহরের মুজিব সড়ক হয়ে জনতা ব্যাংকের মোড়ে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা স্বেচ্ছাসেবক দলে যুগ্ম-আহ্বায়ক অ্যাডভোকেট হাবিবুর রহমান হাফিজ।

সমাবেশে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হাসানুর রহমান মৃধা, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বাদশা, সাংগঠনিক সম্পাদক তৌহিদুর রহমান জয়নাল, শহর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আবু সাইদ ইয়াদ তন্ময়, লিটন বিশ্বাস, শেখ সুলতান মাসুদ, মাহফুজুর রহমান সবুজ, সাজ্জাদ হোসেন বাবু, শাহরিয়ার রুমি, জাহিদুল ইসলাম জাহিদ, আরিফ হোসেন, স্বেচ্ছাসেবক দলনেতা ইয়াকুব  ইদ্রিস আলী চুন্নু শেখ, মতিউর রহমান মতিন প্রমুখ।

সমাবেশে সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে সরকার উদ্দেশ্যমূলকভাবে রাষ্ট্রদ্রোহ মামলা দায়ের করেছে, যাতে রাজনীতি থেকে সরানোর যায়।

বাংলাদেশ সময়: ১৯২৮ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৬
আরকেবি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।