ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

যুক্তরাষ্ট্রের ৬টি অঙ্গরাজ্যে বিএনপির কমিটি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৭ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৬
যুক্তরাষ্ট্রের ৬টি অঙ্গরাজ্যে বিএনপির কমিটি

ঢাকা: মার্কিন যুক্তরাষ্ট্রের পাঁচটি অঙ্গরাজ্যে বিএনপির নতুন কমিটি গঠন করা হয়েছে। খালেদা জিয়ার নির্দেশে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সম্প্রতি এ কমিটিগুলোর অনুমতি দেন।


 
শাহ মোজাম্মেল নান্টুকে সভাপতি ও নার্গিস আক্তারকে সাধারণ সম্পাদক করে শিকাগো অঙ্গরাজ্যে গঠন করা হয়েছে বিএনপির ৬০ সদস্য বিশিষ্ট কমিটি।
 
অন্যদিকে যুক্তরাষ্ট্রের নিউ ইংল্যান্ডে গঠন করা হয়েছে ১২২ সদস্য বিশিষ্ট কমিটি। এর সভাপতি করা হয়েছে সৈয়দ বদর আলী সাইফুলকে ও সাধারণ সম্পাদক করা হয়েছে আলী হায়দার মনসুরকে।
 
নাহিদুল খান সোহেলকে সভাপতি ও রহমান আজাদকে সাধারণ সম্পাদক করে জর্জিয়া অঙ্গরাজ্যে গঠন করা হয়েছে ৮০ সদস্য বিশিষ্ট কমিটি।
 
ওয়াশিংটন ডিসিতে সভাপতি করা হয়েছে ড. আশরাফ আহমেদকে ও সাধারণ সম্পাদক করা হয়েছে এ কে এম হোসাইনকে। এ অঙ্গরাজ্যে গঠন করা হয়েছে ১১৭ সদস্য বিশিষ্ট বিএনপির কমিটি।
 
দেওয়ান কামাল চৌধুরীকে সভাপতি ও সেলিম আহমেদকে সাধারণ সম্পাদক করে মিশিগান অঙ্গরাজ্যে গঠন করা হয়েছে বিএনপির ১২২ সদস্য বিশিষ্ট কমিটি।
 
পেনসিলভেনিয়ায় বিএনপির সভাপতি হয়েছেন এস এম জিকে শাহ ফরিদ। সাধারণ সম্পাদক হয়েছেন এ আর খান লাভলু। এ কমিটিও ১২২ সদস্য বিশিষ্ট।
 
বাংলাদেশ সময়: ১৪০৭ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৬
এজেড/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।