ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

শপথের আগেই গ্রেফতার সান্তাহার পৌরসভার নতুন মেয়র

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৫ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৬
শপথের আগেই গ্রেফতার সান্তাহার পৌরসভার নতুন মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু

বগুড়া: বগুড়ার সান্তাহার পৌরসভার নবনির্বাচিত মেয়র, পৌর বিএনপির সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন ভুট্টু শপথের ‍আগেই গ্রেফতার হয়েছেন।

বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) বেলা আড়াইটার দিকে জেলা প্রশাসকের কার্যালয় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা পুলিশ।



দুপুর ৩টায় জেলার অতিরিক্ত পুলিশ সুপার (পশ্চিম) সায়ফুজ্জামান ফারুকী বাংলানিউজকে বিষয়টি জানিয়ে বলেন, তার বিরুদ্ধে হত্যা মামলা রয়েছে।

এদিন বিকেল ৪টার দিকে জেলা প্রশাসকের কাছে শপথ নেওয়া কথা ছিল তার।
 
বর্তমানে তোফাজ্জল হোসেন ভুট্টুকে জেলা গোয়েন্দা পুলিশের কার্যালয়ে রাখা হয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।  

গত ৮ জানুয়ারি সান্তাহার পৌরশহরে শ্রমিকলীগ-আওয়ামী লীগ ও জাতীয়পার্টির নেতাকর্মীদের মধ্যে ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটে। এতে শ্রমিকলীগের দুই কর্মী নিহত হন। এ ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়।

সেই মামলায় সান্তাহার পৌরসভার মেয়র পৌর বিএনপির সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন ভুট্টুকে আসামি করা হয়। আর মামলার কারণে তিনি গত ১৫ জানুয়ারি মেয়র ও কাউন্সিলদের শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না।   

বাংলাদেশ সময়: ১৬৪৬ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৬
এমবিএইচ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।