ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

‘নিম্ন আদালতকে প্রাইভেট আদালত বানানোর চেষ্টা চলছে’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩০ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৬
‘নিম্ন আদালতকে প্রাইভেট আদালত বানানোর চেষ্টা চলছে’ ছবি: দীপু মালাকার/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: নিম্ন আদালতকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রাইভেট আদালত বানানোর চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ।

শুক্রবার (২৯ জানুয়ারি) বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত মানববন্ধনে তিনি এ মন্তব্য করেন।



বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা রাষ্ট্রদ্রোহ মামলা ত‍ুলে নেওয়ার দাবিতে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

রিজভী বলেন, দেশের অন্যায় অবিচার থেকে মানুষের দৃষ্টি সরিয়ে নেওয়ার জন্য খালেদা জিয়ার বিরুদ্ধে এ ধরনের মামলা দেওয়া হচ্ছে।

তিনি বলেন, আইন অনুযায়ী খালেদা জিয়ার বিরুদ্ধে এই ধরনের মামলা কখনো দায়ের করা যায় না। আইনের ছাত্র হিসেবে আমি তা জানি।

বক্তারা এই মামলা রাজনৈতিক ও আইনগত ভাবে মোকাবিলা করার ঘোষণা দেন।

জিয়া পরিবারকে রাজনীতি থেকে সরানোর জন্য এ মামলা দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন বক্তারা।

রিজভী বলেন, আদালত প্রাঙ্গণ আজ স্বাধীনভাবে কাজ করতে পারছে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিম্ন আদালতকে প্রাইভেট সেক্টরে পরিণত করার চেষ্টা করছেন। সকল মামলা আজ শাসক দলের ইচ্ছায় করা হচ্ছে।

বিএনপির চেয়ারপারসনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, উচ্চ আদালতের কলঙ্ক সাবেক বিচারপতি খায়রুল হক দেশের সকল রক্তপাত ও হানাহানির জন্য দায়ী। তার অপকর্মকে ঢাকার জন্যই খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা দায়ের করা হয়েছে। পাপ কখনো চাপা থাকে না। জনতার আদালতে পাপীদের বিচার হবেই।

আইনমন্ত্রীকে চ্যালেঞ্জ দিয়ে তিনি বলেন, আইনমন্ত্রী বলেছেন, বিচারপতিরা অবসরে গেলেও রায় লিখতে পারবেন। আমি বলবো, তিনি আইনের দৃষ্টিতে মিথ্যা বলছেন, অন্যায় কথা বলছেন। কারণ অবসরে গেলে একজন বিচারপতির শপথ থাকে না। খায়রুল হক হচ্ছেন সেই ব্যক্তি যিনি সরকারের প্রতি অনুরাগ হয়ে বিএনপির প্রতি বিরাগভাজন হয়েছেন। তাই তাকে গ্রেফতারের দাবি জানাচ্ছি।
 
বিএনপির কর্মসূচিতে সরকার স্বস্তিতে থাকে না উল্লেখ করে তিনি বলেন, আজকের এই মানববন্ধন বানচাল করার জন্য বিভিন্ন অপচেষ্টা করা হয়েছে। কারণ দেশে বিরোধী দলের কোনো অধিকার নাই।

মানববন্ধনে অংশ নিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান বলেন, আত্মসমর্থনকারীর দল আজ নিজেদের স্বাধীনতার ঘোষক বলে দাবি করছে।
প্রধান বিচারপতি এসকে সিনহার বক্তব্যে আওয়ামী লীগের মধ্যে তোলপাড় শুরু হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

আয়োজক সংগঠনের সভাপতি নূরে আরা সাফার সভাপতিত্বে মানববন্ধনে আরো বক্তব্য রাখেন- বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট আহমেদ আজম খান, সংগঠনের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত প্রমুখ।

বাংলাদেশ সময়: ১১৩১ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৬/আপডেট ১৩৪৫ ঘণ্টা
একে/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।