ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

প্যারলে মুক্তি পেয়ে শপথ নিলেন তানোর পৌর মেয়র

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৩ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৬
প্যারলে মুক্তি পেয়ে শপথ নিলেন তানোর পৌর মেয়র মিজানুর রহমান মিজান

রাজশাহী: অবশেষে প্যারলে মুক্তি পেয়ে শপথ নিলেন রাজশাহীর তানোর পৌরসভার মেয়র ও যুবদলের সভাপতি মিজানুর রহমান মিজান।

হাইকোর্টের বেধে দেওয়া সময়ের মধ্যে রোববার (৩১ জানুয়ারি) সকাল ১০টা ৫ মিনিটে তানোর পৌর মেয়র হিসেবে তাকে শপথবাক্য পাঠ করানো হয়।



রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয়ে তাকে শপথ বাক্য পাঠ করান ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ মুনির হোসেন। শপথের পর মেয়র মিজানকে ফের রাজশাহী কারাগারে পাঠানো হয়।

রাজশাহী কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার শফিকুল ইসলাম খান বাংলানিউজকে জানান, শনিবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় উচ্চ আদালতের আদেশ কারাগারে পৌঁছায়।

এরপর রোববার সকালে তাকে প্যারলে মুক্তি দিয়ে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। সেখানে তানোর পৌর মেয়র হিসেবে শপথ গ্রহণ শেষে ১০টা ২৫ মিনিটে কারাগারে নিয়ে আসা হয়।

এর আগে মেয়র হিসেবে শপথ নিতে যাওয়ার সময় গত ২০ জানুয়ারি (বুধবার) দুপুর ২টার দিকে রাজশাহী মহানগরীর শিল্পকলা একাডেমির সামনে থেকে তানোর পৌরসভার নব নির্বাচিত মেয়র ও উপজেলা যুবদল সভাপতি মিজানুর রহমান মিজানকে গ্রেফতার করে বোয়ালিয়া থানা পুলিশ।

পরদিন তাকে ২০১৫ সালের ৭ জানুয়ারি জামায়াতের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল চলাকালে মহানগরীর তালাইমারী শহীদ মিনার এলাকায় পিকেটারদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনায় পুলিশের দায়ের করা মামলায় মিজানুর রহমান মিজানকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

বাংলাদেশ সময়: ১৪২৪ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৬
এসএস/ওএইচ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।