ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

মৌলভীবাজারে যুবদলের কেন্দ্রীয় নেতা গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৬
মৌলভীবাজারে যুবদলের কেন্দ্রীয় নেতা গ্রেফতার ছবি: প্রতীকী

মৌলভীবাজার: মৌলভীবাজারে পুলিশের ওপর হামলার ঘটনার মামলায় যুবদলের কেন্দ্রীয় এক নেতা ও জেলা ছাত্রদলের সাবেক এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (০৮ ফেব্রুয়ারি) বিকেলে শহরের শমসেরনগর রোড ও কাজিরগাঁও এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।



গ্রেফতারকৃতরা হলেন, যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মতিন বক্স (৪৮) ও জেলা ছাত্রদলের সাবেক সদস্য আব্দুল জলিল (৪২)।  
 
মৌলভীবাজার মডেল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) নাজমা বেগম বাংলানিউজকে জানান, ২০১৫ সালের ৫ জানুয়ারি ২০ দলীয় জোটের কালো পতাকা মিছিলের সময় পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। পরে ওই ঘটনায় গ্রেফতারকৃত দুই নেতাসহ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা হয়।

বাংলাদেশ সময়: ২০০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।