ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

পঞ্চগড় ছাত্র শিবিরের সভাপতি ৩ দিনের রিমান্ডে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০১৬
পঞ্চগড় ছাত্র শিবিরের সভাপতি ৩ দিনের রিমান্ডে

দিনাজপুর: দিনাজপুরে ছিনতাই করা মোটরসাইকেলসহ আটক পঞ্চগড় জেলা ছাত্র শিবিরের সভাপতি সাদিকুল আজিম সাদিককে (২৬) জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। এর আগে তাকে আদালতে হাজির করে পুলিশ পাঁচ দিনের রিমান্ড আবেদন করলে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক।



সোমবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় দিনাজপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. নাজমুল হোসেন এ আদেশ দেন।

সাদিক সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল খালেকের ছেলে।

দিনাজপুর পুলিশকোর্ট পরিদর্শক আবু সাঈদ আহমেদ বাংলানিউজকে জানান, কাহারোল থানার এসআই তাজুল ইসলাম, শিবির নেতা সাদিকুল আজিম সাদিককে গ্রেফতার করে আদালতে পাঠিয়ে পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন। আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে কাহারোল উপজেলা পরিষদ চত্বর থেকে চেয়ারম্যান মামুনুর রশিদের একটি মোটরসাইকেল চুরি হলে, জয়নন্দ এলাকায় অভিযান চালিয়ে সেটিসহ সাদিকুলকে আটক করে পুলিশ।

কাহারোল থানার উপপরিদর্শক (এসআই) তাজুল ইসলাম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাদিকুল মোটরসাইকেল  চুরির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। চোরাই মোটরসাইকেল বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডে ব্যবহার করার পরিকল্পনা ছিলো তার।

বাংলাদেশ সময়: ২০৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০১৬
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।