ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

যশোরে যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা, আহত ৩

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১৬
যশোরে যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা, আহত ৩

যশোর: যশোরে মানিক (২৭) নামে এক যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষকরা। এ সময় আরো ৩ যুবলীগ কর্মী আহত হয়েছেন।

 

মঙ্গলবার (০২ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে শহরের চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত যুবলীগ কর্মী মানিক শহরের কাজীপাড়া এলাকার আনোয়ার হোসেনের ছেলে। আহত তিন যুবলীগ কর্মীকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আহতরা হলেন, শহরের কাজীপাড়া এলাকার কাঞ্চনের ছেলে জাহাঙ্গীর (৩০), মোহাম্মদ আলীর ছেলে লিপন (২৮) ও একই এলাকার আসাদুল (২৩)।  

আহত ও নিহতরা প্রত্যেকেই যুবলীগের কর্মী বলে জানা গেছে।

যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস আলী বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, রাতে চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে চারজন গুরুতর আহত হলে তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় মানিকের মৃত্যু হয়।  

ওসি আরো বলেন, এ ঘটনায় লিখিত কোনো অভিযোগ আসেনি। তবে ঘটনায় জড়িতদের আটকের জন্য পুলিশি অভিযান শুরু হয়েছে।

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ইউসুফ রাত ৩টায় বাংলানিউজকে বলেন, আহতদের পেটসহ শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। তাদের অবস্থা আশাঙ্কাজনক বলেও উল্লেখ করেন তিনি।

এছাড়াও ধারালো অস্ত্রের আঘাতে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে মানিকের মৃত্যু হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ০৪০২ ঘণ্টা,  ফেব্রুয়ারি ০৩, ২০১৬
বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।