ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বিএম কলেজে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে জখম, আটক ১

ডিষ্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১৬
বিএম কলেজে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে জখম, আটক ১ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বরিশাল: বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের অস্থায়ী ছাত্র কর্মপষিদের ক্রীড়া সম্পাদক ও ছাত্রলীগ নেতা ফয়সাল আহম্মেদ মুন্নাকে কুপিয়ে জখম করা হয়েছে।

এসময় হামলাকারীর হাত থেকে তাকে বাঁচাতে গিয়ে শিপন (২১) নামে অপর এক যুবক আহত হয়েছেন।



মঙ্গলবার (০২ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে বিএম কলেজ সংলগ্ন বৈদ্য পাড়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

হামলাকারী যুবক একই দলের অনুসারী এবং কলেজের হিন্দু হলের ২৬ নম্বর কক্ষের বাসিন্দা সুনীল বাড়ৈকে চাঁপাতিসহ আটক করেছে থানা পুলিশ।

সে উজিরপুর উপজেলার রাজেন্দ্র বাড়ৈ’র ছেলে। তিনি বিএম কলেজ থেকে ইতিহাস বিষয়ে অনার্স শেষ করেন।

বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন বরিশাল মহানগর পুলিশের মুখপাত্র সহকারী পুলিশ কমিশনার আবু সাঈদ।   তিনি বলেন,  প্রাথমিকভাবে পাওনা টাকা না পেয়ে এ হামলার ঘটনা ঘটেছে বলে ধারনা করা হচ্ছে।

কোতয়ালী মডেল থানার উপপরিদর্শক (এসআই) আসাদুজ্জামান জানান, মুন্নার কাছে সুনীল বাড়ৈ দেড়লাখ টাকা পায়। ওই টাকা বারবার চাওয়া সত্যেও না দিয়ে টালবাহানা ও মারধর করে মুন্না। এতে সুনীল ক্ষিপ্ত হয়ে মুন্নার ওপর এ হামলায় চালায়।

খবর পেয়ে ঘটনাস্থল থেকে মুন্নাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে এবং সুনীলকে চাপাতিসহ আটক করা হয় বলে জানিয়েছেন এসআই আসাদ।

আটক সুনীল বাড়ৈ জানায়, পাচ বছর আগে দেড়লাখ টাকা নেয় মুন্না। এরপর ওই টাকা ফেরত চাইতে গেলে তাকে প্রায়ই মারধর করা হতো। মঙ্গলবার বিকেলেও তাকে মারধর করা হয়।

সম্প্রতি গ্রামের বাড়ি উজিরপুর থেকে ওই চাঁপাতি নিয়ে এসেছেন তিনি।

অপরদিকে আহতের স্বজনরা জানান, সুনীল কর্মপরিষদের ভিপি ও ছাত্রলীগ নেতা মঈন তুষারের অনুসারী। প্রতিপক্ষ হিসেবে পরিকল্পিতভাবে এ হামলার ঘটনা ঘটানো হয়েছে।

এদিকে ঘটনার পর বিএম কলেজে ক্যাম্পাসে মুন্নার সমর্থকরা বিক্ষোভ মিছিল করেছে।

অপ্রীতিকর ঘটনা এড়াতে ক্যাম্পাসে পুলিশ মোতায়েন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০৭৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৬
বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।