ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ময়মনসিংহ শহর আ’লীগের দু’পক্ষের সম্মেলন স্থগিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১৬
ময়মনসিংহ শহর আ’লীগের দু’পক্ষের সম্মেলন স্থগিত

ময়মনসিংহ: ময়মনসিংহ শহর আওয়ামী লীগের দু’পক্ষেরই সম্মেলন স্থগিত করা হয়েছে।

শনিবার (০৬ ফেব্রুয়ারি) জেলা আওয়ামী লীগের বিবাদমান দু’পক্ষের উদ্যোগেই শহর আওয়ামী লীগের পাল্টাপাল্টি সম্মেলন করার কথা ছিল।



জানা যায়, একপক্ষ দলীয় কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের অসুস্থতার কারণে এবং অপরপক্ষ প্রস্তুতি ও কেন্দ্রীয় নির্দেশনা না পাওয়ার কারণে শুক্রবার (০৫ ফেব্রুয়ারি) এ সম্মেলন স্থগিত করে।

দলীয় সূত্র জানায়, গত ২৪ জানুয়ারি নগরীর শিববাড়ি রোডস্থ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে দলটির বর্ধিত সভায় ৬ ফেব্রুয়ারি শহর আওয়ামী লীগের সম্মেলন করার তারিখ নির্ধারণ করে। ওই সভায় সভাপতিত্ব করেন ধর্মমন্ত্রী ও জেলা আওয়ামী লীগ সভাপতি প্রিন্সিপাল মতিউর রহমান।

এরপর সম্মেলন স্থগিতের বিষয়ে জেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক হোসাইন জাহাঙ্গীর বাবু জানান, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম অসুস্থ থাকায় শহর আওয়ামী লীগের সম্মেলন স্থগিত করা হয়েছে। পরবর্তীতে এ সম্মেলনের তারিখ নির্ধারণ করে জানানো হবে।  

এদিকে, গত ৩১ জানুয়ারি নগরীর একটি কমিউনিটি সেন্টারে জেলা আওয়ামী লীগের কার্যকরী পরিষদের এক সভায় একই দিন শনিবার (০৬ ফেব্রুয়ারি) শহর আওয়ামী লীগের সম্মেলন করার দিন নির্ধারণ করা হয়। কিন্তু হঠাৎ করে এ সম্মেলন স্থগিত করা হয়েছে।

এ বিষয়ে শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদেক খান মিল্কী টজু জানান, আমাদের প্রস্তুতি না থাকায় এবং কেন্দ্র থেকে নির্দেশনা না পাওয়ায় সম্মেলন স্থগিত করেছি।

বাংলাদেশ সময়: ০১৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৬
এমএএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।