ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

নড়াইল সদর উপজেলা ভাইস চেয়ারম্যান গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১৬
নড়াইল সদর উপজেলা ভাইস চেয়ারম্যান গ্রেফতার ছবি: প্রতীকী

নড়াইল: নড়াইল সদর উপজেলা ভাইস চেয়ারম্যান ও সদর উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মোহাম্মদ ওবায়দুল্লাহকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জামিন লাভের পর নড়াইল জেলগেট থেকে তাকে ফের গ্রেফতার করা হয়।



সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুভাষ বিশ্বাস গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত বছরের ২১ জুলাই লোহাগড়া উপজেলার মিঠাপুর বাজার এলাকা থেকে নাশকতার মামলায় ওবায়দুল্লাহকে গ্রেফতার করা হয়। সে সময় থেকে তিনি জেলহাজতে ছিলেন।

পুলিশ জানায়, জামায়াতে ইসলামীর নেতা ওবায়দুল্লাহর নামে ২০১৩ সালের ১১ ডিসেম্বর নড়াইলের ডুমুরতলায় পুলিশের ওপর হামলা মামলাসহ নাশকতার মামলা রয়েছে।

বাংলাদেশ সময়: ২০২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৬
আরএ


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।