ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ছাত্রদলের আজব কমিটি

ভাই আপনার কোন পদ?

এম.আব্দুল্লাহ আল মামুন খান, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৬
ভাই আপনার কোন পদ?

ময়মনসিংহ : ‘ভাই, সবাইকে রাখতে গিয়ে তো দলেরই বারোটা বাজিয়ে দেয়া হলো। ম্যাডাম কীভাবে এমন সিদ্ধান্ত নিলেন।

দলের এমন বিপর্যস্ত সময়ে কেন্দ্রীয় কমিটি নিয়ে এরকম তামাশা ঠিক হয়নি। ’

৭৩৬ সদস্যের ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি নিয়ে এভাবেই ক্ষোভ প্রকাশ করলেন ময়মনসিংহ জেলা ছাত্রদলের নিবেদিত এক কর্মী।

দীর্ঘদিন পরেও জেলা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি না হওয়ায় নিজের নামের পাশে ‘নেতা’ শব্দটি ব্যবহার করতে পারছেন না এ ছাত্রদল কর্মী। আবার ছাত্রদলের ইতিহাস ভাঙ্গা কেন্দ্রীয় এ কমিটিকে রীতিমতো ‘হাস্যকর’ হিসেবেই অভিহিত করেছেন জেলা ছাত্রদলের জ্যেষ্ঠ সহ-সভাপতি তানভীরুল ইসলাম টুটুল।

সংগঠনের গঠনতন্ত্রের ১৭ ধারা ভঙ্গ করে প্রায় ১৫ মাসের মাথায় ছাত্রদলের নাতিদীর্ঘ কেন্দ্রীয় কমিটি ঘোষণার পর এমন প্রতিক্রিয়া দেখা গেছে দলটির তৃণমূলে। দলের অন্দরে-বাইরে চলছে তুমুল আলোচনা-সমালোচনা। সাধারণত কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার পর দলীয় নেতা-কর্মীদের মাঝে যেমন উদ্দীপনা দেখা যায়, এবার বিশাল কমিটির ভারে সেই উচ্ছ্বাস ফিকে হয়ে গেছে।

নাম প্রকাশে আপত্তি জানিয়ে দলীয় একাধিক কর্মী জানান, সংগঠন টিকিয়ে রাখতে কিংবা সব পক্ষকে খুশি করতে গিয়ে বিতর্কিত, সরকার পতন আন্দোলনের টাইমফ্রেম বেঁধে দিয়ে হাতে চুড়ি পরে দলকে বেকায়দায় ফেলা, বয়স্ক, সমালোচিত, নিষ্ক্রিয় ও সুযোগ সন্ধানীদের রেখে কমিটির আকার অহেতুক দীর্ঘায়িত করে হিতে বিপরীত বাস্তবতার মুখোমুখি করা হয়েছে দলকে।

মূলত প্রতিষ্ঠার ৩৬ বছর পরেও এ সংগঠনটির পূর্ণাঙ্গ গঠনতন্ত্র না থাকায় খেয়াল খুশিমতো একেক সময় কেন্দ্রীয় কমিটির আকার একেক রকম করা হচ্ছে। এর আগের আব্দুল কাদের ভূইয়া জুয়েল ও হাবিবুর রশীদ হাবিবের কমিটিও ছিল ২৯১ সদস্যের।

খসড়া গঠনতন্ত্র উপেক্ষা করে ছাত্রদলের কমিটি গঠনের এ খবর সারা দেশের মতো ময়মনসিংহেও দলীয় পরিমণ্ডল ছাপিয়ে আলোচনার বিষয়বস্তু হয়ে উঠে। রোববার (০৭ ফেব্রুয়ারি) দুপুরে নগরীর কাচারি রোড এলাকায় আলাপ হয় দক্ষিণ জেলা বিএনপি’র অফিস পিয়ন জুয়েলের সঙ্গে।

‘ভাই ছাত্রদলের বিশাল কমিটি দিছে। দেখছেন। কোনো কর্মী নাই, সবাইরে নেতা বানাইয়া দিছে। কোন বাছ বিচার নাই। দলটা একবারে শেষ। ’ বাংলানিউজকে একদমে বলছিলেন দলের সুসময়ে-দু:সময়ে অফিস পাহারা দেয়া মো. জুয়েল।

এ সময় তার পাশ দিয়েই যাওয়া স্থানীয় এক ইউনিয়ন ছাত্রদলের নেতার সঙ্গে রসিকতা করে জুয়েল বলেন, ‘নেতারা মজা কইরা একজন আরেকজনরে জিজ্ঞাসা করতাছে, ভাই আপনার কোন পদ। ’

জুয়েলের প্রস্থানের পর ওই ইউনিয়ন ছাত্রদল নেতা নিজের নাম গোপন রাখার শর্তে বাংলানিউজকে বলেন, ‘এতো ভারী কেন্দ্রীয় কমিটি দেখে আমরা অবাক। প্রথমে বিশ্বাসই হচ্ছিল না। বিদ্রোহ দমাতে গণহারে সবাইকে নেতা বানানোর এ ফর্মুলা বুমেরাং হয়ে যাবে। এখন নেতায় নেতায় দ্বন্দ্ব আরো বাড়বে। ’

রোববার রাতে নগরীর নতুন বাজার মোড় এলাকায় আলাপ হচ্ছিল খোরশেদ আলম নামে স্থানীয় এক ছাত্রদল নেতার সঙ্গে। ১৫ মাস পরে কেন্দ্রীয় কমিটি পূর্ণাঙ্গ হওয়ায় ‘ট্রাফিক জ্যাম’ ছেড়েছে বলে কেন্দ্রীয় নেতৃত্বকে সাধুবাদ জানালেও রেকর্ড ভারী কমিটি নিয়ে ঝাঁঝাঁলো মন্তব্য করতে ছাড়েননি।

বাংলানিউজের কাছে এ নেতার মন্তব্য এমন ‘এ ধাঁচের কমিটিতে ছাত্রদল আরো ইমেজ সঙ্কটে পড়েছে। সবাইকে নেতা বানিয়ে বিএনপি’র এ ভ্যানগার্ডকে রাজপথে আদৌ কতটুকু উজ্জীবিত করা যাবে সেটাই প্রশ্ন। উল্টো বিভক্তি না বাড়ে। ’ 

তবে নাম প্রকাশে আপত্তি জানিয়ে একই সময়ে জেলা ছাত্রদলের পদপ্রত্যাশী আরো দু’জন নেতা অভিন্ন কণ্ঠে বাংলানিউজকে বলেন, ‘এই বিশাল কমিটি নিয়ে কেউই খুশি নন। পদ পাওয়া নেতাদের এখন এটাও শুনতে হবে, আপনি কত নম্বর সদস্য, সহ-সভাপতি ইত্যাদি। এটা পদপ্রাপ্তদের জন্যও বিব্রতকর হবে। ’

কেন্দ্রীয় ছাত্রদলের কমিটির সার্বিক চালচিত্র নিয়ে ভেতরে ভেতরে ক্ষুব্ধ ময়মনসিংহ দক্ষিণ ও উত্তর জেলা বিএনপি’র অনেক নেতাই। কিন্তু দলীয় চেয়ারপার্সন খালেদা জিয়া এ কমিটি অনুমোদন করায় প্রকাশ্য সমালোচনা থেকে তারা সরে এসেছেন।

এ বিষয়ে জানতে চাইলে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ বাংলানিউজকে বলেন, ‘ম্যাডাম সবাইকে মূল্যায়ন করে কমিটি দিয়েছেন। এ নিয়ে বিতর্কের সুযোগ নেই। ’

একই ব্যাপারে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মোতাহার হোসেন তালুকদার বাংলানিউজকে বলেন, ‘বিদ্রোহ দমন করতে গিয়েই কমিটি বড় হয়েছে। ম্যাডাম মা হিসেবে সবার আবদার রেখেছেন। ম্যাডামকে সবার রিকোয়েস্টই রাখতে হয়েছে। এ বিষয়টিকে নেগেটিভ করে নেয়ার সুযোগ নেই। ’

বাংলাদেশ সময়: ১০৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৬
জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।