ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

গাইবান্ধায় সাবেক শিবির নেতা গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৬
গাইবান্ধায় সাবেক শিবির নেতা গ্রেফতার ছবি: প্রতীকী

গাইবান্ধা: হত্যা ও নাশকতার মামলায় গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা শিবিরের সাবেক সাংগঠনিক সম্পাদক মিলন মিয়াকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (০৮ ফেব্রুয়ারি) বিকেলে জেলার সাদুল্যাপুর উপজেলার ঈদিলপুর ইউনিয়নের বিশকুড়া  গ্রাম থেকে গ্রেফতার করা হয়।



মিলন ঈদিলপুর ইউনিয়নের ধারাই বিশকুড়া গ্রামের আইয়ুব আলীর ছেলে। বর্তমানে তিনি জামায়াতের সহযোগী সংগঠন ঈদিলপুর ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান বাংলানিউজকে বলেন, মিলনের বিরুদ্ধে দু’টি হত্যাসহ নাশকতার একাধিক মামলা রয়েছে। তিনি পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে তাকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে মঙ্গলবার আদালতের মাধ্যমে তাকে গাইবান্ধা জেলা কারাগারে পাঠানো হবে বলে জানান ওসি।

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৬     
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।