ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ছাত্রদলের কমিটির আকার বিএনপির দৈন্যদশার বহিঃপ্রকাশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৬
ছাত্রদলের কমিটির আকার বিএনপির দৈন্যদশার বহিঃপ্রকাশ ড.হাছান মাহমুদ/ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: সদ্য ঘোষিত ছাত্রদলের কেন্দ্রিয় কমিটির আকার দৈন্যদশারই বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড.হাছান মাহমুদ।

বৃহস্পতিবার (১১ ফেব্রুযারি) সকালে ঢাকা রিপোটার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল আয়োজিত "রাজনৈতিক যোগাযোগ প্রশিক্ষণ বিষয়ক" দিনব্যাপী কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।



হাছান মাহমুদ বলেন, ছাত্রদলের এ কমিটি দেশের ছাত্র রাজনীতির জন্য অত্যন্ত হতাশাব্যঞ্জক। রণ যারা নাকি কমিটিতে ঠাঁই পেয়েছে তাদের বেশিরভাগ ছাত্রদের বাবা অথবা ব্যবসায়ী।

তিনি বলেন, প্রায় ৮শ’ জনের এ কমিটি নাকি দেওয়া হয়েছে অভ্যন্তরীণ কোন্দল মেটানোর জন্য। কিন্তু ফল হয়েছে তার উল্টো। বঞ্চিত নেতা-কর্মীরাই বিএনপির কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ চালিয়েছে।

রাজনীতিকে মহান ব্রত উল্লেখ করে উপস্থিত প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে হাছান মাহমুদ বলেন, বিশ্ববরেণ্য রাজনীতিবিদদের ইতিহাস পড়লে আমরা দেখতে পাই যে তারা সারাজীবন ব্যয় করেছেন রাজনীতির পেছনে। রাজনীতির জন্য তাদের অনেকেই হাসতে হাসতে ফাঁসির কাষ্ঠে গেছেন, অনেকেই সংসারধর্ম পর্যন্ত করেননি। কিন্তু বর্তমানে অনেকেই রাজনীতিকে তাদের কর্মকাণ্ডের মাধ্যমে কলুষিত করেছে। আসলে মানুষের মনে রাজনীতিবিদদের সম্পর্কে যে নেতিবাচক ধারণা জন্মেছে তা হতে বেরিয়ে আসতে এ ধরণের কর্মশালা খুব প্রয়োজন।

তিনি আরো বলেন, বর্তমান বিশ্ব ব্যবস্থাকে বলা হয় গ্লোবাল ভিলেজ। বাংলাদেশের রাজনীতিতে কি ঘটছে তা মুহূর্তেই সারাবিশ্বে ছড়িয়ে পড়ছে। তাই আমাদের রাজনৈতিক কর্মীদেরও এ বিশ্ব ব্যবস্থার সঙ্গে সম্পৃক্ত হতে হবে। এ ধরণের কর্মশালাগুলো নবীন রাজনৈতিক কর্মীদের বিশ্বব্যবস্থাকে বোঝার জন্য অত্যন্ত সহায়ক। তাই ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের এ আয়োজনকে আমি স্বাগত জানাই।

জেদ্দা পারভিন খান রিমির কর্মশালার সঞ্চালনায় কর্মশালায় উপস্থিত ছিলেন- কেটি ক্রোক, ডেপুটি চিফ অব পার্টি, ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল।

বংলাদেশ সময়: ১৫২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৬
বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।