ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

দিনাজপুরে আ.লীগের ২৪ নেতাকর্মী কারাগারে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৬
দিনাজপুরে আ.লীগের ২৪ নেতাকর্মী কারাগারে

দিনাজপুর: দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ ফরহাদ হোসেনের ওপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় আওয়ামী লীগের ২৪ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বৃহস্পতিবার(১১ ফেব্রুয়ারি) বিকেলে জামিন আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠান দিনাজপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক গোপাল চন্দ্র।



দিনাজপুর পুলিশ কোর্ট পরিদর্শক আবু সাঈদ আহমেদ বাংলানিউজকে জানান, ২০১৫ সালের ১ অক্টোবর দিনাজপুর নবাবগঞ্জ উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে নৈশ প্রহরী নিয়োগকে কেন্দ্র করে ইউএনওর ওপর হামলা চালানো হয়।

এ ঘটনায় কোর্ট পরিদর্শক সৈয়দ ফরহাদ হোসেন বাদী হয়ে আওয়ামী লীগের ২৯ নেতাকর্মীর নামে নবাবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।

এ মামলায় আসামিরা উচ্চ আদালত থেকে চুড়ান্ত প্রতিবেদন দাখিল পর্যন্ত জামিন
পান। পরে পুলিশ তদন্ত শেষে আদালতে প্রতিবেদন জমা দিলে বৃহস্পতিবার(১১ ফেব্রুয়ারি)  আসামিরা আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। আদালত সে আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বাংলাদেশ সময়: ২১৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৬
পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।