ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বরিশাল আইনজীবী সমিতির নির্বাচনে আ.লীগপন্থিরা জয়ী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৬
বরিশাল আইনজীবী সমিতির নির্বাচনে আ.লীগপন্থিরা জয়ী

বরিশাল: বরিশাল জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ১৬টি পদের মধ্যে আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী ঐক্য পরিষদ সভাপতিসহ ১২টি পদে বিজয়ী হয়েছে।

সাধারণ সম্পাদকসহ ৪টি পদে বিজয়ী হয়েছেন বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রার্থীরা।



শুক্রবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১০টায় অনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ভানু রঞ্জন দাস। বৃহস্পতিবার নির্বাচনের ভোটগ্রহণ করা হয়।

নির্বাচনে সভাপতি হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত অ্যাডভোকেট মজিবর রহমান ও সাধারণ সম্পাদক হয়েছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের অ্যাডভোকেট নাজিম উদ্দিন আহম্মেদ পান্না।

আওয়ামী লীগের প্যানেল থেকে নির্বাচিত অন্যান্যরা হলেন,  সহসভাপতি অ্যাড. রতন কুমার শীল, অর্থ সম্পাদক আতিকুর রহমান রিয়াজ, যুগ্ম সম্পাদক কামরুন সাহার তনু ও মো. মিজানুর রহমান টিটু, নিবাহী সদস্য প্রদীপ কুমার রায় উজ্জ্বল, কে এম গোলাম সরোয়ার রাজিব, একেএম সাইদুল হক খান জুয়েল ও মো. আহাদ আলী খান এবং সদস্য সবুর আহাম্মদ, মো. আসাদুজ্জামান ফিরোজ ও মো. বাহাদুর শাহ্।

জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নির্বাচিতরা হলেন, সহসভাপতি মো. মহসিন এবং সদস্য মো. লুৎফর রহমান মোল্লা ও কাজী বসির উদ্দিন।

তবে আওয়ামী লীগের বিদ্রোহী বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের কেউ নির্বাচনে জয়লাভ করেননি।

বাংলাদেশ সময়: ১২৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৬
এসআর/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।