ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

দেবাশিষ ভট্টাচার্যের মৃত্যুবার্ষিকীতে রাবিতে ছাত্রমৈত্রীর সমাবেশ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৬
দেবাশিষ ভট্টাচার্যের মৃত্যুবার্ষিকীতে রাবিতে ছাত্রমৈত্রীর সমাবেশ ছবি : বাংলানিউজটোয়েটিফোর.কম

ঢাকা: বাংলাদেশ ছাত্রমৈত্রীর রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখার নেতা দেবাশিষ ভট্টাচার্য রুপমের মৃত্যুবার্ষিকীতে সমাবেশ করেছে সংগঠনটি।

শনিবার (১৩ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশের আয়োজন করে ছাত্রমৈত্রী রাজশাহী বিশ্ববিদ্যালয় ও জেলা শাখা।

সমাবেশের আগে শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ ও এক মিনিট নীরবতা পালন করা হয়।

সংগঠনের রাবি শাখার সভাপতি মাহাবুব আলম সুজনের সভাপতিত্বে এবং জেলা শাখার সাধারণ সম্পাদক রাকিন আবসার অর্ণব’র সঞ্চালনায় সমাবেশে বক্তৃতা করেন মহানগর শাখার সদ্যবিদায়ী সভাপতি মতিউর রহমান মতি, সাধারণ সম্পাদক তামিম শিরাজী ও শাখার সহ-সভাপতি রুবেল।

এসম উপস্থিত ছিলেন সংগঠনের নগর সহ-সভাপতি অন্তর, ওয়াসি, বিক্রম, বাধন, সুজন, রকি, রাসেদ প্রমুখ।

বক্তারা অসাম্প্রদায়িক গণতান্ত্রিক চেতনার লড়াইয়ে ছাত্রসমাজকে বাংলাদেশ ছাত্রমৈত্রীর পতাকাতলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। একইসঙ্গে উগ্রসাম্প্রদায়িক জঙ্গি সংগঠন ছাত্রশিবিরের রাজনীতি আইন করে নিষিদ্ধের দাবি জানান।

বাংলাদেশ সময়: ১৫০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৬
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।