ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

গ্রামীণ জনগোষ্ঠীর আর্থিক উন্নয়ন হয়েছে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৬
গ্রামীণ জনগোষ্ঠীর আর্থিক উন্নয়ন হয়েছে ছবি : বাংলানিউজটোয়েটিফোর.কম

ঝালকাঠি: শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, দেশের প্রত্যন্ত অঞ্চলেও সমানহারে উন্নয়ন করা হচ্ছে। ফলে গ্রামীণ জনগোষ্ঠীর আর্থিক উন্নয়ন হয়েছে।



তিনি বলেন, দল নয়, দেশের ১৬ কোটি মানুষের একটি পরিবার গড়তে চায় আওয়ামী লীগ। শেখ হাসিনার সরকার সমাজে একটি বৈষম্যহীন চিত্র গড়ে তুলতে চায়। তাই দেশ ও জনগণের কল্যাণে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে শেখ হাসিনা ও তার সরকার।

শনিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে ঝালকাঠির নলছিটি পৌরসভার নবনির্বাচিত মেয়র তছলিম উদ্দিন চৌধুরীর দেওয়া এক গণসংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমু বলেন, আন্দোলনের নামে সাড়ে ৬শ’ শিক্ষা প্রতিষ্ঠান পুড়িয়েছিলেন খালেদা জিয়া। পেট্রোলবোমা মেরে মানুষ হত্যা করে, শিক্ষা প্রতিষ্ঠান পুড়িয়ে, দেশের সম্পদ ধ্বংস করে দেশের উন্নয়ন করা যায় না।

তিনি বলেন, শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে দেশ অর্থনৈতিকভাবে স্বচ্ছল হয়েছে। ২০২১ সাল নয়,  অনতিবিলম্বে আমরা মধ্যম আয়ের দেশে পরিণত হবো। যারা এক সময় বাংলাদেশকে গরিব দেশ হিসেবে জানতো, তারাই এখন দেশের উন্নয়ন দেখে হতবাক হয়ে যাচ্ছে। বিশ্ব দরবারে বাংলাদেশ আজ সমাদৃত।

আমু আরো বলেন, যারা ধর্মের নামে বিভিন্ন অজুহাত দিয়ে সরকারের উন্নয়নে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে চায়, তারাই জনগণের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেয়র তছলিম উদ্দিন চৌধুরীর ও সঞ্চালনা করেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জি কে মোস্তাফিজুর রহমান।

পরে পৌর বিএনপি ও জাতীয় পার্টির কয়েকশ নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি ও ঝালকাঠি জেলা পরিষদের প্রশাসক সরদার মো. শাহ আলম, সাধারণ সম্পাদক অ্যাডভোটে খান সাইফুল্লাহ পনির, নলছিটি আওয়ামী লীগের সভাপতি ছিদ্দিকুর রহমান ও নলছিটি উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মো. ইউনুস লস্কর প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।