ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

২৪ ফেব্রুয়ারি সারা দেশে ১৪ দলের মানববন্ধন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৬
২৪ ফেব্রুয়ারি সারা দেশে ১৪ দলের মানববন্ধন ছবি: কাশেম হারুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ‘পাকিস্তানের সঙ্গে মিলিতভাবে বিএনপি নেত্রী খালেদা জিয়া বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন’- এই অভিযোগ তুলে এর প্রতিবাদে আগামী ২৪ ফেব্রুয়ারি সারাদেশে জেলায় জেলায় মানববন্ধনের ঘোষণা দিয়েছেন ১৪ দলের সমন্বয়ক ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

সোমবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে ১৪ দলের মানববন্ধনে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।



একই দাবিতে ১৪ দলের আহ্বানে গাবতলী থেকে যাত্রাবাড়ী পর্যন্ত রাজধানীর বিভিন্ন পয়েন্টে সোমবার বিকেল চারটা থেকে ৫টা পর্যন্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়।
 
এই মানব বন্ধনে আওয়ামী লীগসহ ১৪ দলের শরীক দলগুলোর কেন্দ্রীয় নেতারা সহ ১৪ দলের সর্বস্তরের নেতাকর্মীরা অংশ নেন।

এ সময় বক্তারা বলেন, পাকিস্তানের উদ্ধত্যপূর্ণ আচরণ ও কটূক্তিকর বক্তব্য দেশের মানুষ মেনে নেবে না। যেভাবে ৭১ এ মহান মুক্তিযুদ্ধে পাকিস্তানকে প্রতিহত করা হয়েছে, একইভাবে পাকিস্তানের নতুন চক্রান্তকে প্রতিহত করা হবে।

বক্তারা বলেন, বাংলাদেশ সম্পর্কে পাকিস্তানের বক্তব্য দেওয়া বা নাক গলানোর কোনো অধিকার নেই। এদেশের মানুষ তা সহ্য করবে না। খালেদা জিয়া পাকিস্তানের এজেন্ট হিসেবে কাজ করছে। তিনি পাকিস্তানের ৭১’র অপরাধ ঢাকার জন্য শহীদ মুক্তিযোদ্ধাদের সংখ্যা নিয়ে কটূক্তিপূর্ণ বক্তব্য দিয়েছেন।

‘পাকিস্তান খালেদা জিয়াকে লাইফ জ্যাকেট দিয়ে বাঁচিয়ে রেখেছে, এই লাইফ জ্যাকেট হচ্ছে শহীদ মুক্তিযোদ্ধাদের সংখ্যা নিয়ে খালেদার কটূক্তিপূর্ণ বক্তব্য’ এমন মন্তব্যও করেন বক্তারা।

মোহাম্মদ নাসিমের সভাপতিত্বে এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৬
এসএ/টিএই/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।