ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

‘শহীদদের সংখ্যা নিয়ে বিতর্কসৃষ্টিকারীরা রাষ্ট্রদ্রোহী’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৬
‘শহীদদের সংখ্যা নিয়ে বিতর্কসৃষ্টিকারীরা রাষ্ট্রদ্রোহী’ বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ

ঢাকা: ‘যারা যুদ্ধাপরাধীদের বাঁচাতে চায় এবং মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে বিতর্ক তোলে তারা রাষ্ট্রদ্রোহী। তাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

জনগণকে সঙ্গে নিয়ে সেই রাষ্ট্রদ্রোহীদের রুখে দিতে হবে। ’

সোমবার (১৫ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে ধানমন্ডির রাসেল স্কয়ারের সামনে ১৪ দলের মানববন্ধনে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য তোফায়েল আহমেদ এসব কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশ যখন পাকিস্তানের চেয়ে সব দিক থেকে এগিয়ে, তারা (পাকিস্তান) দেখছে বাংলাদেশ স্থিতিশীল, সামনের দিকে এগিয়ে যাচ্ছে; তখন নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে তারা।  

‘আর তাদের ষড়যন্ত্রের সঙ্গী হিসাবে পেয়েছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে। তারা যে ভাষায় কথা বলে তিনিও তাদের প্রতিনিধি হয়ে সেই ভাষাতেই কথা বলেন,  শহিদদের সংখ্যা নিয়ে বিতর্ক তোলেন। ’

‘পাকিস্তান আর খালেদা জিয়াকে ধিক্কার জানাই,’ বলেন তোফায়েল আহমেদ।  

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, আজকের মানববন্ধন-ই প্রমাণ করেছে যে, দেশের মানুষ শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ আছে। পাকিস্তান একটি অকার্যকর রাষ্ট্র তাই  বাংলাদেশকেও অকার্যকর বানানোর ষড়যন্ত্রে মেতে উঠেছে তারা। কিন্তু দেশের মানুষ ঐক্যবদ্ধ থাকলে তারা কিছুই করতে পারবে না। ’

মানববন্ধনে সাবেক খাদ্যমন্ত্রী ড. আবদুর  রাজ্জাক, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, দফতর সম্পাদক ড. আবদুস সোবাহান গোলাপ প্রমুখ উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ১৭২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৬
এমইউএম/এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।