ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

সব সূচকে পাকিস্তানের চেয়ে বাংলাদেশ এগিয়ে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৬
সব সূচকে পাকিস্তানের চেয়ে বাংলাদেশ এগিয়ে ছবি: বাংলানিউজেটোয়েন্টিফোর.কম

ঢাকা: ধ্বংসের পরমাণু বোমা ছাড়া উন্নয়ন অগ্রগতির সব সূচকে পাকিস্তানের চেয়ে বাংলাদেশে এগিয়ে রয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

সোমবার (১৫ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে রাজধানীর আসাদ গেটে ১৪দল আয়োজিত মানববন্ধনে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।



ওবায়দুল কাদের বলেন, সব সূচকে পাকিস্তানের চেয়ে এগিয়ে রয়েছে বাংলাদেশ। তাদের খোদ করাচি শহরেই ১৮ ঘণ্টা লোডশেডিং থাকে, সারা দেশে তো আছেই। কিন্তু আমাদের কোথাও তাদের মতো লোডশেডিং নেই।

‘দারিদ্র্য বিমোচনসহ সব সূচকে এগিয়ে আছি আমরা। তবে একটা জায়গায় আমরা পিছিয়ে-তা হলো ধ্বংসাত্মক পরমাণু বোমা। এটা পাকিস্তানের আছে।
মানববন্ধনে আওয়ামী লীগ নেতা ও সংসদ সদস্য (এমপি) জাহাঙ্গীর কবির নানক, জাতীয় সংসদের হুইপ শাহবুদ্দিন, এমপি আব্দুল কুদ্দুস, ফজলে রাব্বী, তারানা হালিম, রেজাইল হক চৌধুরী, ইকবালুর র‌হিম, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ চৌধুরী, ছাত্রলীগের সাবেক সভাপতি মাহমুদ হাসান রিপন প্রমুখ বক্তব্য দেন।

গাবতলী থেকে যাত্রাবাড়ী পর্যন্ত রাজধানীর বিভিন্ন পয়েন্টে সোমবার বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়।
 
মানববন্ধনে আওয়ামী লীগ ছাড়াও ১৪ দলের বিভিন্ন শরিক দলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। ছিলেন বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের কর্মী-সংগঠকরাও।

এদিকে, গণভবনের সামনে মানববন্ধনে ঢাকা-১৬ আসনের এমপি কামাল আহ‌মেদ মজুমদার, কাফরুল থানার ওয়ার্ড আওয়ামী লী‌গের সভাপ‌তি হাজী মো ইসমাইল ও সেক্রেটারি আজগর আলী বক্তব্য দেন।  

বাংলাদেশ সময়: ১৭৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৬
এসএ/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।