ঢাকা: দলের মাদারীপুর জেলা শাখার উপদেষ্টা সিরাজুল ইসলাম বাচ্চু ভূঁইয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার (১৫ ফেব্রুয়ারি) দলের যুগ্ম-মহাসচিব (দফতরের দায়িত্বপ্রাপ্ত) অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদের পাঠানো এক বিবৃতিতে তিনি এ শোক ও দুঃখ প্রকাশ করেন।
ফখরুল বলেন, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নীতি ও আদর্শে উদ্বুদ্ধ এবং বাংলাদেশি জাতীয়তাবাদী দর্শনে গভীরভাবে বিশ্বাসী সিরাজুল ইসলাম বাচ্চু ভূঁইয়া বিএনপির একজন নিবেদিতপ্রাণ নেতা হিসেবে মাদারীপুর জেলায় দলকে সুসংগঠিত করতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। জেলার সব শ্রেণি-পেশার মানুষের কাছে তিনি ছিলেন অত্যন্ত জনপ্রিয়। সংগঠনের জন্য নিরলসভাবে কাজ করার জন্য নেতাকর্মীদের অন্তরে তিনি চিরস্মরণীয় হয়ে থাকবেন।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, খালেদা জিয়ার নেতৃত্বে মানুষের গণতান্ত্রিক অধিকার আদায়ের প্রত্যেকটি আন্দোলন সংগ্রামে বাচ্চু ভূঁইয়ার সাহসী ভূমিকা ছিল প্রশংসনীয়। তার মৃত্যুতে জেলা বিএনপির যে ক্ষতি হলো তা সহজে পূরণ হওয়ার নয়।
ফখরুল মরহুম বাচ্চু ভূঁইয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে তার শোকাহত পরিবার, স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।
সোমবার সকালে মাদারীপুরের নিজ বাসভবনে ইন্তেকাল করেন বাচ্চু ভূঁইয়া।
বাংলাদেশ সময়: ১৮৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৬
এইচএ/