ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

জবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় মামলা

জবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৬
জবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় মামলা

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি): জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) দুই সাংবাদিককে পেটানোর ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

সোমবার (১৫ ফেব্রয়ারি) রাত ৮টার দিকে কোতয়ালি থানায় আহত সাংবাদিক কাজী মোবারক হোসেন বাদী হয়ে এ মামলা দায়ের করেন।

 

থানা সূত্রে জানা যায়, এ হামলার ঘটনায় জবির আইন বিভাগের নবম ব্যাচের শিক্ষার্থী ইমরান বিশ্বাসসহ অজ্ঞাতনামা তিন থেকে চারজনকে আসামি করে মামলা করা হয়।

এর আগে একইদিন (সোমবার) বিকেলে বিশ্ববিদ্যালয় থেকে সনদপত্র সংগ্রহ করতে গিয়ে জবি ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মীর হাতে হামলার শিকার হন জবির সাবেক দুই ছাত্র।

তারা হলেন-বিডিনিউজ২৪.কমের স্টাফ রির্পোটার কাজী মোবারক হোসেন ও বাংলামেইল২৪.কমের স্টাফ রির্পোটার ইমরান আহমেদ।

কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান বাংলানিউজকে বলেন, আমরা এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। শিগগির আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২১১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৬
আরএইচএস/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।