সাতক্ষীরা: ২২ মার্চের নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ১২টি ইউনিয়নে দলীয় মনোনয়নের লক্ষ্যে একক প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ ও বিএনপি।
সোমবার (১৫ ফেব্রুয়ারি) রাতে শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম আতাউল হক দোলন বাংলানিউজকে জানান, উপজেলার ১২টি ইউনিয়নে একক প্রার্থী দেবে আওয়ামী লীগ।
এ লক্ষ্যে তৃণমূল নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে ১২জন প্রার্থী চূড়ান্ত করে তাদের নামের তালিকা জেলা সভাপতি-সম্পাদকের কাছে পাঠানো হয়েছে।
তিনি বলেন, ইউপি নির্বাচনে দলীয় প্রতীক পেতে ১নং ভুরুলিয়া ইউনিয়নে অধ্যক্ষ জাফরুল আলম বাবু, ২নং কাশিমাড়ী ইউনিয়নে গাজী আনিছুজ্জামান আনিছ, ৩নং শ্যামনগর সদর ইউনিয়নে জহুরুল হায়দার বাবু, ৪নং নুরনগর ইউনিয়নে বখতিয়ার আহমেদ, ৫নং কৈখালী ইউনিয়নে জিএম রেজাউল করিম, ৬নং রমজাননগর ইউনিয়নে ফজলুল হক মোড়ল, ৭নং মুন্সিগঞ্জ ইউনিয়নে অসীম কুমার মৃধা, ৮নং ঈশ্বরীপুর ইউনিয়নে জিএম শোকর আলী, ৯নং বুড়িগোয়ালীনি ইউনিয়নে ভবতোষ কুমার মন্ডল, ১০নং আটুলিয়া ইউনিয়নে এসএম তাজউদ্দীন আহম্মদ তাজ, ১১নং পদ্মপুকুরে এসএম আতাউর রহমান ও ১২নং গাবুরা ইউনিয়নে জিএম আলী আযম টিটুর নামের তালিকা পাঠানো হয়েছে।
একইভাবে উপজেলার ১২টি ইউনিয়নে একক প্রার্থী নির্ধারণ করেছে বিএনপিও।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাদেকুর রহমান সাদেম বাংলানিউজকে জানান,
ভুরুলিয়া ইউনিয়নে জিএম মতিন, কাশিমাড়ী ইউনিয়নে আজিজুল হক সরদার, শ্যামনগর সদর ইউনিয়নে লিয়াকত আলী বাবু, নুরনগর ইউনিয়নে গোলাম আলমগীর, কৈখালী ইউনিয়নে আবুল খায়ের মল্লিক, রমজাননগর ইউনিয়নে জিএম আকবর আলী, মুন্সিগঞ্জ ইউনিয়নে আবুল কাশেম মোড়ল, ঈশ্বরীপুর ইউনিয়নে জিএম সাদেকুর রহমান সাদেম, আটুলিয়া ইউনিয়নে আব্দুর রাজ্জাক বাবলু, বুড়িগোয়ালীনি ইউনিয়নে জিএম সফিকুল ইসলাম, পদ্মপুকুর ইউনিয়নে আমজাদুল ইসলাম ও গাবুরা ইউনিয়নে জিএম মাসদুল আলমকে চূড়ান্ত করা হয়েছে।
বাছাইকৃত প্রার্থীদের নামের তালিকা কেন্দ্রে পাঠানো হয়েছে বলেও জানান সাদেকুর রহমান।
বাংলাদেশ সময়: ০৯০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৬
বিএস