ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

রাষ্ট্রদ্রোহ মামলা

ঘোলা পানিতে মাছ শিকার করতে চাইছে সরকার

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৬
ঘোলা পানিতে মাছ শিকার করতে চাইছে সরকার ছবি: শাকিল/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: রাষ্ট্রদ্রোহ মামলা দিয়ে সরকার ঘোলা পানিতে মাছ শিকার করতে চাইছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর ফটো র্জানালিস্ট অ্যাসোসিয়েশনে আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।



বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা রাষ্ট্রদ্রোহীতার মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে এ আলোচনা সভার আয়োজন করে ন্যাশনাল পিপলস পার্টি।

মির্জা ফখরুল বলেন, অনৈতিক ভাবে ক্ষমতাকে স্থায়ী করতেই সরকার নতুন ষড়যন্ত্র শুরু করছে।

তিনি বলেন, সরকার ষড়যন্ত্রের অংশ হিসেবে খালেদা জিয়ার বক্তব্য বিকৃতি করে রাষ্ট্রদ্রোহ মামলা দিয়ে ঘোলা পানিতে মাছ শিকার করতে চাইছে। বিএনপি ও ২০ দল স্বাধীনতার স্বপক্ষের দল। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গণতন্ত্রের জন্য স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে ৯ বছর আন্দোলন করেছেন। এখনও গণতন্ত্র রক্ষার জন্য ৭ বছর ধরে ত্যাগ স্বীকার করে লড়াই করে যাচ্ছেন। মূলত সরকার খালেদা জিয়াকে রাজনীতি থেকে দূরে রাখতেই তার নামে মামলা দিয়েছে।

সরকারের সব ষড়যন্ত্র নস্যাৎ করে দিতে জনগণকে স্বোচ্ছার হওয়ার আহবান জানান তিনি।
 
বিএনপির এই নেতা বলেন, এখন শুধু দেশের মানুষ নয়। বিদেশিরাও এ সরকারের সমালোচনা করতে শুরু করেছেন। সম্প্রতি ভারতের এক সাংবাদিক বলেছেন, বাংলাদেশ এই পরিস্থিতির জন্য স্বাধীন হয় নাই। বর্তমান সরকার কতৃত্ববাদী সরকার পরিচালনা করছে। সরকারের এ সকল কারণে সন্ত্রাস, জঙ্গিবাদ মাথাচারা দিয়ে উঠতে পারে।

ফখরুল বলেন, রাজনীতিবিদদের সম্মান নষ্ট করছে আরেকটি রাজনৈতিক দল। এর উদ্দেশ্য হচ্ছে দেশে একটি মাত্র রাজনৈতিক দল থাকবে। তারা লুন্ঠন করবে, শোষণ করবে, এদেশের মানুষের উপর নির্যাতন করবে। সরকারের এই অপরাজনীতির কারণে জঙ্গিবাদ, সন্ত্রাস দমনে ব্যর্থ হয়েছে। মানুষের অধিকার কেড়ে নিয়ে ক্ষমতায় টিকে থাকা যাবে না। এদেশের মানুষ সব সময় আন্দোলন করে তাদের অধিকার রক্ষা করেছে।  

তিনি বলেন, আওয়ামী লীগ দেউলিয়া হয়ে গেছে। তাদের জনগণকে দেওয়ার আর কিছু নেই। গণতন্ত্রকামী মানুষকে কিছু দিতে পারছে না। তারা তথাকথিত উন্নয়নের নামে জনগণের সকল অধিকার কেড়ে নিয়েছে। মানুষ আজকে মত প্রকাশ করতে পারে না, অধিকারের কথা বলতে পারে না। আমাদের এ রকম দেশ দেখতে হবে তা কখনো ভাবিনি। এর জন্য মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করিনি।

ন্যাশনাল পিপল্স পার্টির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন- কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মোহাম্মাদ ইবরাহিম বীর প্রতীক, জাতীয় গণতান্ত্রিক দলের সভাপতি শফিউল আলম প্রধান, এনডিপির চেয়ারম্যান খন্দকার গোলাম মোর্ত্তজা, ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান আব্দুর রকিব, বিএলএর সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ মনি, সাম্যবাদী দলের চেয়ারম্যান কমরেড সাঈদ আহমেদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৬
এমএম/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।