ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বাংলাদেশে আইএস নেই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৬
বাংলাদেশে আইএস নেই ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

পিরোজপুর: বাংলাদেশে কোনো আইএস নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

তিনি বলেন, আইএসের প্রচারণা উদ্দেশ্যমূলক ও একটি পক্ষের রাজনৈতিক অপচেষ্টা।

বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতির  দেশ। এদেশের মানুষ ধর্মভীরু, তবে ধর্মান্ধ নয়।

বুধবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে পিরোজপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা আইন-শৃঙ্খলা কমিটির বিশেষ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রী আইন-শৃঙ্খলা রক্ষায়  মন্ত্রী-এমপি ও দলীয় নেতাকর্মীদের কোনো ছাড় দেননি। প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ এগিয়ে চলছে। সব জায়গায় উন্নয়নের সুবাতাস বইছে।

পিরোজপুরের জেলা প্রশাসক খায়রুল আলম শেখের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন, পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য এ কে এম এ আউয়াল, হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আবু জাহির, বরিশাল রেঞ্জের জিআইজি হুমায়ুন কবির, পিরোজপুরের পুলিশ সুপার মো. ওয়ালিদ হোসেন, পিরোজপুর জেলা কৃষক লীগের সভাপতি চান মিয়া মাঝি, ভান্ডারিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আতিকুল ইসলাম, জেলা আইনজীবী সমিতির সভাপতি গোবিন্দ কুমার রায় চৌধুরী, পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি মাহামুদ হোসেন, জেলা যুবলীগের সভাপতি আক্তারুজ্জামান ফুলু প্রমুখ।

এরআগে বেলা সাড়ে ১১টার দিকে মন্ত্রী হেলিকপ্টারযোগে পিরোজপুর আসেন। পরে স্থানীয় মাদকবিরোধী সংগঠন ইউনাইটেড রয়েল ক্লাবের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে কেক কাটেন।

বাংলাদেশ সময়: ১৮০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৬
এসআর/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।