ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বেনাপোলে আ.লীগের ৩৫ নেতাকর্মীর নামে মামলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৬
বেনাপোলে আ.লীগের ৩৫ নেতাকর্মীর নামে মামলা ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বেনাপোল (যশোর): যশোরের বেনাপোল কাস্টমসের এক কর্মকর্তাকে টেন্ডার সংক্রান্ত বিষয় নিয়ে মারধরের অভিযোগে শার্শা উপজেলা আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৩৫ জন নেতাকর্মীর নামে মামলা হয়েছে।

বুধবার (১৭ ফেব্রুয়ারি) রাত ৮টায় বেনাপোল কাস্টমস হাউজের যুগ্ম কমিশনার মোস্তাফিজুর রহমান বাদী হয়ে বেনাপোল পোর্ট থানায় এ মামলা করেন।



মামলার আসামিদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন, শার্শা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আকুল হোসেন, আওয়ামী লীগের নেতা আজিবর রহমান, মোহাম্মদ আলী, গিয়াস মেম্বার প্রমুখ।  

বেনাপোল পোর্ট থানার উপপরিদর্শক (এসআই) ফিরোজ মামলার বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করে জানান, আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

এদিকে, যশোরের পুলিশ সুপার আনিসুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করে দোষীদের শাস্তির আশ্বাস দিলে কাস্টমস কর্তৃপক্ষ বুধবার সন্ধ্যা ৬টা থেকে পণ্য খালাস কার্যক্রম শুরু করেছে।

তবে আসামিদের গ্রেফদারের দাবিতে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত দুইঘণ্টা কর্মবিরতির ঘোষনা দিয়েছে।

এরআগে বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আকুলের নেতৃত্বে ১৫ থেকে ২০ জনের একটি দল বেনাপোল কাস্টমস হাউজে প্রবেশ করে সহকারী কমিশনার মোস্তাফিজুর রহমানকে মারধর করেন।

এসময় তাকে ঠেকাতে গেলে কাস্টমসের আরো কয়েকজন কর্মকর্তা-কর্মচারী আহত হয়।

বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।