ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

র‌্যাব পরিচয়ে আ.লীগ নেতাকে মারপিটের অভিযোগ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৬
র‌্যাব পরিচয়ে আ.লীগ নেতাকে মারপিটের অভিযোগ

রাজশাহী: রাজশাহীর চারঘাট উপজেলার ইউসুফপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহনেওয়াজ সরকার সুজনকে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যদের পরিচয়ে মারপিট করে গুরুতর অবস্থায় মতিহার থানা এলাকায় ফেলে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

পরে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তবে, বর্তমানে তিনি আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা।

চারঘাটের ইউসুফপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোস্তাক আহমেদ মিঠুন ও ইসতিয়াক আহমেদ লেলিন জানান, সুজন তাদের চাচাতো ভাই এবং বোনের স্বামী।

তারা জানান, বুধবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে টাঙন গ্রামের নদীর ধারে রেজাউল হক (৪৫) নামে এক ব্যক্তিকে র‌্যাবের পরিচয়ে কয়েকজন ব্যক্তি মারপিট করছিলেন। এ সময় সেখানে গিয়ে সুজন নিজের রাজনৈতিক পরিচয় দিয়ে মারপিট না করতে অনুরোধ করেন।

এতে কালো পোশাক পরিহিত ব্যক্তিরা সুজনের উপর চড়াও হন। এ সময় তারা সুজনকে মারপিট করতে থাকেন। এক পর্যায়ে তারা সুজনকে হ্যান্ডকাপ পরিয়ে তাদের মোটরসাইকেলে তুলে নিয়ে যান। পরে, গুরুতর অবস্থায় বাড়ি থেকে তিন কিলোমিটার দূরে মতিহার থানার দোয়াবাসনা এলাকায় ফেলে যান তারা। পরে তাকে সেখান থেকে উদ্ধার করে রামেক হাসপাতালের ৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে রাজশাহীর চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারণ চন্দ্র বর্মণ জানান, তিনি হাসপাতালে আহত সুজনকে দেখতে এসেছেন। তার সিটিস্ক্যান করা হয়েছে। অবস্থা ভালোর দিকে।

তিনি বলেন, ‘স্থানীয় লোকজন বলছে র‌্যাব এ কাজ করেছে। এখন তারা যদি মামলা দেয়- আমরা মামলা নেবো। এ ঘটনায় আসলে কারা জড়িত তা বের করতে ঘটনাস্থলে যাচ্ছি। ’

এক প্রশ্নের জবাবে ওসি নিবারণ চন্দ্র বর্মণ বলেন, তিনি শাহনেওয়াজ সরকার সুজনের সঙ্গে হাসপাতালে কথা বলেছেন। তার ভাষ্যমতে র‌্যাব সদস্য পরিচয়দানকারীরা তিনটি মোটরসাইকেলে ছিল। কিন্তু, র‌্যাব সাধারণত অভিযানে গেলে পিকআপ ভ্যান নিয়ে যায়। এখন কারা মোটরসাইকেলে গেল এটা খতিয়ে দেখা হবে।

এদিকে, রাজশাহী র‌্যাব-৫ এর মিডিয়া সেলের এএসপি শ্যামল কুমার চৌধুরী বলেন, ‘এ ঘটনায় কোনোভাবেই র‌্যাব জড়িত নয়। চারঘাট এলাকায় র‌্যাবের কোনো দল যায়নি। ’
 
তারপরও বিষয়টির সঙ্গে কারা জড়িত তারা তা খতিয়ে দেখবেন বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ০২১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৬
এসএস/এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।