ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

দিনাজপুরে ৬ ধাপে ১০২ ইউপিতে নির্বাচন

স্টাফ করেসপন্ডন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৬
দিনাজপুরে ৬ ধাপে ১০২ ইউপিতে নির্বাচন

দিনাজপুর: দিনাজপুরের ১৩টি উপজেলার মোট ১০২টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন ৬ দফায় আগামী ২২ মার্চ থেকে ৪ জুনের মধ্যে অনুষ্ঠিত হবে।

প্রথম দফায় ২২ মার্চ ঘোড়াঘাট ও হাকিমপুর উপজেলার ৭টি ইউনিয়নে ভোটগ্রহণ করা হবে।

এর মধ্যে ঘোড়াঘাট উপজেলার বুলাকিপুর, পালশা, সিংড়া ও ঘোড়াঘাট সদর ইউপি এবং হাকিমপুর উপজেলার খট্টামাধবপাড়া, বোয়ালদাড় ও আলীহাট ইউপিতে নির্বাচন হবে।

দ্বিতীয় দফায় ৩১ মার্চ নবাবগঞ্জ, বিরামপুর, ফুলবাড়ী, বোচাগঞ্জ ও কাহারোল উপজেলার মোট ৩৫টি ইউপিতে নির্বাচন হবে।

এরমধ্যে রয়েছে নবাবগঞ্জ উপজেলার জয়পুর, বিনোদনগর, গোলাপগঞ্জ, শালখুরিয়া, পুটিমারা, ভাদুরিয়া, দাউদপুর, মাহমুদপুর ও কুশদহ ইউপি, বিরামপুর উপজেলার মুকুন্দপুর, কাটলা, খাঁনপুর, দিওড়, বিনাইল, জোতবানী ও পলিপ্রয়াগপুর ইউপি, ফুলবাড়ী উপজেলার এলুয়াড়ী, আলাদীপুর, কাজিহাল, বেতদিঘী, খয়েরবাড়ী, দৌলতপুর ও শিবনগর ইউপি, বোচাগঞ্জ উপজেলার নাফানগর, ইশানিয়া, মুশিদহাট, আটগাঁও, ছাতইল ও রনগাঁও ইউপি এবং কাহারোল উপজেলার ডাবর, রসুলপুর, মুকুন্দপুর তারগাঁও, সুন্দরপুর ও রামচন্দ্রপুর ইউপিতে নির্বাচন হবে।

তৃতীয় দফায় ২৩ এপ্রিল খানসামা ও চিরিরবন্দর উপজেলার ১৮টি ইউপিতে নির্বাচন হবে।

এরমধ্যে রয়েছে চিরিরবন্দর উপজেলার ফতেজংপুর, ইশবপুর, আব্দুলপুর, অমরপুর, আউলিয়াপুকুর, সাইতাড়া, ভিয়াইল, পুনট্টি, তেতুলিয়া, আলোকডিহি, নশরতপুর ও সাতনালা ইউপি এবং খানসামা উপজেলার আলোকঝাড়ী, ভেড়ভেড়ি, আংগারপাড়া, খামারপাড়া, ভাবকি ও গোয়ালডিহি ইউপি।

চতুর্থ দফায় ৭মে পার্তীপুর উপজেলার বেলাইচন্ডি, মন্মথপুর, রামপুর, পলাশবাড়ী, চন্ডিপুর, মোমিনপুর, মোস্তফাপুর, হাবড়া, হামিদপুর ও হরিরামপুর ইউপিতে নির্বাচন হবে।

পঞ্চম দফায় ২৮ মে দিনাজপুর সদর ও বীরগঞ্জ উপজেলার ২১টি ইউপিতে নির্বাচন হবে।

সদরের ইউপিগুলো হলো, চেহেলগাজী, সুন্দরবন, ফাজিলপুর, শেখপুরা, শশরা, আউলিয়াপুর, উথরাইল, শংকরপুর, আস্করপুর ও কমলপুর।

এছাড়া বীরগঞ্জ উপজেলার ইউপিগুলো হলো, শিবরামপুর, পলাশবাড়ী, শতগ্রাম, পাল্টাপুর, সুজালপুর, নিজপাড়া, মোহাম্মদপুর,ভোগনগর, সাতোর, মোহনপুর ও মরিচা ইউনিয়ন।

ষষ্ঠ ও শেষ দফায় ৪ জুন বিরল উপজেলার আজিমপুর, ফরক্কাবাদ, ধামইর, শহরগ্রাম, বিরল, ভান্ডারা, বিজোড়া,
ধর্মপুর, মঙ্গলপুর, রানীপুকুর ও পলাশবাড়ী ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে।

এ বিষয়ে জেলা নির্বাচন কর্মকর্তা নুরুজ্জামান চৌধুরী বাংলানিউজকে জানান, এরইমধ্যে প্রথম দফায় ঘোড়াঘাট ও হাকিমপুর উপজেলার ৭টি ইউপি নির্বাচনের প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে।

 বাংলাদেশ সময়: ১৪০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।