ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

জামিনে মুক্তি পেলেন এম কে আনোয়ার

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৬
জামিনে মুক্তি পেলেন এম কে আনোয়ার এম কে আনোয়ার

ঢাকা: জামিনে মুক্তি পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার।

শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে তাকে মুক্তি দেয়া হয়।

কারাবন্দি থাকাবস্থায় রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন এম কে আনোয়ার। মুক্তির পরও তিনি হাসপাতালে চিকিৎসাধীন।

বিএনপি নেতা অধ্যাপক আমিনুল ইসলাম বাংলানিউজকে এ কথা জানিয়েছেন।

২০১৫ সালের শুরুতে সরকারবিরোধী আন্দোলনের সময় রাজধানীর বাড্ডা ও মুগদা থানায় এম কে আনোয়ারের বিরুদ্ধে নাশকতার দু’টি মামলা দায়ের করা হয়। ওই দুই মামলায় বিচারিক আদালতে জামিন নাকচ করে তাকে কারাগারে পাঠান। এরপর তিনি হাইকোর্টে জামিন আবেদন করেন।

এরমধ্যে কুমিল্লা কারাগারে বন্দি বিএনপির বয়োজ্যেষ্ঠ এ নেতাকে চিকিৎসার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে আনা হয়।

এরপর গত ৯ ফেব্রুয়ারি দুই মামলায় হাইকোর্ট থেকে ছয় মাসের জামিন পান এম কে আনোয়ার।

বাংলাদেশ সময়: ১৫০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৬/আপডেট ১৫৫৪ ঘণ্টা
এমএম/এমআইএস/এইচএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।