ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ধুনটে বিস্ফোরক মামলায় ছাত্রদল কর্মী কারাগারে

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৬
ধুনটে বিস্ফোরক মামলায় ছাত্রদল কর্মী কারাগারে

ধুনট (বগুড়া): বগুড়ার ধুনট উপজেলায় বিস্ফোরক মামলায় আব্দুল লতিফ (২২) নামে এক ছাত্রদল কর্মীকে আটক করার পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

শনিবার (২০ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে তাকে কারাগারে পাঠানো হয়।



আব্দুল লতিফ এই উপজেলার অলোয়া গ্রামের হোসেন আলীর ছেলে। তিনি উপজেলার মথুরাপুর ইউনিয়ন ছাত্রদলের কর্মী।

এর আগে শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) রাতে আব্দুল লতিফকে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

ধুনট থানার পরিদর্শক (তদন্ত) পঞ্চানন্দ সরকার বাংলানিউজকে জানান, ২০১৪ সালের ৬ জানুয়ারি বিএনপি-জামায়াতের হরতাল-অবরোধ চলাকালে ধুনট শহরে ককটেল বিস্ফোরণ, ভাঙচুর ও নাশকতার ঘটনা ঘটে। এ ঘটনায় ধুনট থানায় মামলা দায়ের করা হয়। ওই মামলার এজাহারভুক্ত আসামি আব্দুল লতিফের বিরুদ্ধে বগুড়া আদালতে অভিযোগপত্র দাখিল করে ধুনট থানা পুলিশ। বগুড়া আদালত তার নামে গ্রেফতারি পরোয়ানা জারি করায় রাতে তাকে গ্রেফতার করা হয়।

বাংলাদেশ সময়: ১২১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৬
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।