ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ইউপি নির্বাচন

দেবিদ্বারে ১৩ ইউনিয়নে নৌকার মাঝি চূড়ান্ত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৬
দেবিদ্বারে ১৩ ইউনিয়নে নৌকার মাঝি চূড়ান্ত

কুমিল্লা: নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী কুমিল্লার দেবিদ্বার উপজেলা ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে ২২ মার্চ। এ নির্বাচন উপলক্ষে উপজেলার ১৩টি ইউনিয়নে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থীদের মনোনয়ন চূড়ান্ত করা হয়েছে।



মনোনীত চেয়ারম্যান প্রার্থীরা হলেন, উপজেলার শালঘর ইউনিয়নে জহিরুল ইসলাম ঝারু চেয়ারম্যান, ইউছুফপুর ইউনিয়নে কামাল চৌধুরী, রসুলপুর ইউনিয়নে কামরুজ্জামান জাহিদ, সুবল ইউনিয়নে এম এ রশিদ চেয়ারম্যান, ফতেহাবাদ ইউনিয়নে আবদুস ছালাম চেয়ারম্যান, জাফরগঞ্জ ইউনিয়নে সোহরাব হোসেন, এলাহাবাদ ইউনিয়নে সিরাজুল ইসলাম চেয়ারম্যান, মোহনপুর ইউনিয়নে তাজুল ইসলাম চেয়ারম্যান, সুলতানপুর ইউনিয়নে শফিক মেম্বর, ধামতী ইউনিয়নে ময়নাল হোসেন চেয়ারম্যান, রাজামেহার ইউনিয়নে জাহাঙ্গীর হোসেন, ভানী ইউনিয়নে মুকুল ভূঁইয়া ও বরকামতা ইউনিয়নে জয়নাল চেয়ারম্যান।

তবে কয়েকটি ইউনিয়নে যোগ্য ও ত্যাগী নেতাদের সঠিকভাবে মূল্যায়ন করা হয়নি বলেও অভিযোগ উঠেছে। আবার কয়েকটি ইউনিয়নে অযোগ্য ও বিভিন্ন দলের ডিগবাজি খাওয়া নেতাদের প্রধান্য দিয়ে তালিকা প্রকাশ করায় প্রার্থীদের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে।

এর মধ্যে রসুলপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কাশেম সরকারের পরিবর্তে কুয়েত প্রবাসী কামরুল ইসলামকে, সুলতানপুর ইউনিয়নে দলের ত্যাগী নেতা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি শাহজাহান সরকারের পরিবর্তে শফিকুল ইসলামকে, বরকামতা ইউনিয়নে দলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ও প্রবীণ আওয়ামী লীগ নেতা নূরুল ইসলামের পরিবর্তে সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদীনকে মনোনয়ন দেওয়ায় ওই সব ইউনিয়নের দলীয় প্রার্থী প্রত্যাশীসহ নেতাকর্মীদের মধ্যে এ ক্ষোভের সৃষ্টি হয়েছে।

বরকামতা ইউনিয়নে মনোয়ন প্রত্যাশী নূরুল ইসলাম বাংলানিউজকে জানান, দলে যখন কেউ হাল ধরার ছিলো না তখন আমি বরকামতা ইউনিয়নে আওয়ামী লীগের হাল ধরেছিলাম। আমার কর্মীরা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃত্ব দিচ্ছেন। এবার তৃণমূল থেকে আমার নাম নির্বাচিত হওয়ার পর যে ব্যক্তি চেয়ারম্যান থাকাকালীন রিফিলের চাল আত্মসাৎ করার প্রমাণিত হওয়ায় বরখাস্ত হন তাকেই আবার দল থেকে মনোনয়ন দেয়!

একইভাবে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায় রসুলপুর ইউনিয়নের আবুল কাশেম ও সুলতানপুর ইউনিয়নের শাহজাহান সরকার।

বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৬
এএটি/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।