ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ইউপি নির্বাচন

টুঙ্গিপাড়ায় আ.লীগের মনোনয়ন বঞ্চিতদের বিক্ষাভ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৬
টুঙ্গিপাড়ায় আ.লীগের মনোনয়ন বঞ্চিতদের বিক্ষাভ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গোপালগঞ্জ: গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার ৫টি ইউনিয়ন পরিষদের (ইউপি) আসন্ন নির্বাচনে দলীয় মনোনয়ন না পেয়ে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন করেছেন নেতাকর্মীরা।

ত্যাগী নেতাদের আওয়ামী লীগের মনোনয়ন থেকে কৌশলে বঞ্চিত করা হয়েছে অভিযোগ করে তারা ২২ ফেব্রুয়ারি মনোনয়নপত্র দাখিলের ঘোষণা দেন।



শনিবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার পাটগাতী বাসস্ট্যান্ডে এ বিক্ষোভ মিছিল বের করেন তারা।

কর্মসূচিতে পাটগাতি ইউনিয়নের মনোনয়ন প্রত্যাশী বর্তমান চেয়ারম্যান গাজী মাসুদুর রহমান, জাহাঙ্গীর হোসেন, বিএম তৌফিক ইসলাম, বর্নি ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান খালিদ হোসেন, কুশলি ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান পারভেজ রায়হান, খসরু মোল্লা, ডুমুরিয়া ইউনিয়নের বতর্মান চেয়ারম্যান সুখময় বাইন, দিপ্তি রানী ঘরামী, গোপালপুর ইউনিয়নের শৈলেন্দ্রনাথ বাইন ও তাদের নেতাকর্মীরা অংশ নেন।
 
জানতে চাইলে টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল বাশার খায়ের বাংলানিউজকে বলেন, দলীয় নিয়ম-কানুন মেনে কেন্দ্রে চেয়ারম্যান প্রার্থীদের তালিকা পাঠানো হয়েছে। কেন্দ্র থেকে যাদের মনোনয়ন দেওয়া হয়েছে তারা সবাই যোগ্য। যারা মনোনয়ন বঞ্চিত হয়েছেন তারা কিছুটা ক্ষুব্ধ হতেই পারেন। আশা করি দলকে ভালোবেসে তারা বিদ্রোহী প্রার্থী হবেন না।

বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।