ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বিএনপি নেতাকর্মীদের নামে ৫০ হাজার মামলা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৬
বিএনপি নেতাকর্মীদের নামে ৫০ হাজার মামলা বিএনপির স্থায়ী কমিটির সদস্যা আ স ম হান্নান শাহ / ফাইল ফটো

ঢাকা: আওয়ামী লীগ সরকার বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের নামে ৫০ হাজার মামলা দিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যা আ স ম হান্নান শাহ।

সোমবার (২২ ফেব্রুয়ারি) সকালে জাতীয় প্রেসক্লাবে কনফারেন্স রুমে ‘খালেদা জিয়া ও তারেক রহমানের নামে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহার ও বিএনপি স্থায়ী কমিটির সদস্যা মির্জা আব্বাসের মুক্তি দাবিতে এক প্রতিবাদ সমাবেশে’ তিনি এ অভিযোগ করেন।



মামাল প্রসঙ্গে তিনি বলেন, বর্তমান সরকারের কয়েকজন উকিল আছেন তারা মামলা দিতে ওস্তাদ। আমরা হয়তো চারজন কোথাও বসে কথা বলছি, উকিলরা বলে দিলেন যে আমরা নাশকতার ছক তৈরি করছি। আওয়ামী লীগের উকিলেরা মামলা সাজাতে জানে। তবে এর পরিণাম খারাপ হবে, সে দিন আর বেশি দূরে নয়।

তিনি আরও বলেন, তত্ত্বাবধায়ক সরকারের আমলে আওয়ামী লীগের নামে সাড়ে ৭ হাজার মামলা ছিলো। কিন্তু সব মামলায় আওয়ামী লীগ নেতাকর্মীরা খালাস পেয়েছেন। অথচ আমাদের নামে এক হাজারও মামলা ছিলা না। বর্তমানে ৫০ হাজার মামলা দিয়ে আমাদের হয়রানি করা
হচ্ছে। সরকারকে আমরা না হটাতে পারলে মামলা থেকে মুক্তি পাবো না।

তিনি আরও বলেন, প্রধান বিচারপতি সাহেব যে রায় দিয়েছেন তা সঠিক। এই রায় অনুযায়ী বর্তমান সরকার অবৈধ। অবসরে রায় লেখা সঠিক নয়। আমি একসময় বিএডিসির প্রধান ছিলাম। এখন যদি গাজীপুরের বিএসডিসি কোনো কর্মকর্তাকে রংপুরে বদলি করি তাহলে কেউ মানবে না। সুতরাং ,অবসরে রায় লেখা যায় না।

ধানের শীষ মার্কা সমর্থক গোষ্ঠীর সভাপতি আকবর হোসেইন ভূইয়া নান্টুর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন আলম, চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ড. শাহাদাত হোসেন, তথ্য-গবেষণা বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিব প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৩৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৬
এমআইএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।