ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

‘দেশে গণতন্ত্র ভুলুণ্ঠিত’

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৬
‘দেশে গণতন্ত্র ভুলুণ্ঠিত’ ড. খন্দকার মোশাররফ হোসেন

ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, দেশে গণতন্ত্র ভুলুণ্ঠিত। ভুলুণ্ঠিত গণতন্ত্রকে ফিরে পেতে জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে।

দেশে অলিখিত বাকশাল চলছে। এ থেকে মুক্ত হতে গণতান্ত্রিক শক্তিগুলোকে ঐক্যবদ্ধ হতে হবে। সকল ষড়যন্ত্রকে মোকাবেলা করতে হবে। দেশকে উচ্চ মর্যাদায় নিতে শপথ নিতে হবে। তাহলেই  শহীদের প্রতি শ্রদ্ধা জানানো হবে।

রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপির একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনা সভায়  তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন দলটির ভারপ্রপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, আওয়ামী লীগ সরকার গণতন্ত্র হত্যা করে বাকশাল করেছিল। গণতন্ত্র ফিরিয়ে আনতেই বিএনপির জন্ম হয়েছিল। রাজনীতি থেকে শুরু করে সর্বত্র অবক্ষয় চলছে। এ থেকে পরিত্রাণ পেতে সবাইকে শপত নিতে হবে।

সভায় স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, দেশে একদলীয় শাসন চলছে। আর এ কারণেই উগ্রবাদ আর জঙ্গিবাদের উত্থান ঘটেছে। তিনি দেশের গণতন্ত্র ও ভোটের অধিকার ফিরিয়ে আনতে সকল জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।

একই সঙ্গে খালেদার নেতৃত্বে নতুন করে আন্দোলন গড়ে তোলার ওপর জোর দেন মওদুদ।

সভায় আরো বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক এমাজ উদ্দিন আহমেদ, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ইনাম আহমেদ চৌধুরী, শামসুজ্জামান দুদু, যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুর রহমান আসাদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৬
এমএম/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।