ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

পৌর নির্বাচন

সোনাগাজীতে মেয়র-কাউন্সিলর পদে মনোনয়নপত্র দাখিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৬
সোনাগাজীতে মেয়র-কাউন্সিলর পদে মনোনয়নপত্র দাখিল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ফেনী: আসন্ন ২০ মার্চ অনুষ্ঠিতব্য সোনাগাজী পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে মেয়র পদে ছয়জন, কাউন্সিলর পদে ৩৮ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে আটজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

সোমবার (২২ ফেব্রুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত তারা মনোনয়নপত্র জমা দেন।



মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকে অ্যাডভোকেট রফিকুল ইসলাম খোকন, বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকে জামাল উদ্দিন সেন্টু, জাপা (এরশাদ) মনোনীত লাঙল প্রতীকে মজিবুল হক মানিক, স্বতন্ত্র প্রার্থী হিসেবে আবু নাছের, নাছির উদ্দিন রিপন এবং শেখ সেলিমসহ ছয়জন মনোনয়নপত্র জমা দেন।

সাধারণ কাউন্সিলর পদে ৩৮ জন এবং সংরক্ষিত  নারী কাউন্সিলর পদে আটজন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

১০ ফেব্রুয়ারি ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৪ ও ২৫ ফেব্রুয়ারি মনোনয়নপত্র যাচাই-বাছাই, ৪ মার্চ মনোনয়নপত্র প্রত্যাহার, ৫ মার্চ প্রতীক বরাদ্দ এবং ২০ মার্চ নির্বাচনের তারিখ নির্ধারণ করা  হয়েছে।

এ পৌরসভায় ভোটার সংখ্যা ১৪ হাজার ১৯০ জন। এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা সাত হাজার ১৮৭ জন এবং নারী ভোটার সংখ্যা সাত হাজার ১০৩ জন।

রিটার্নিং অফিসার মাইনুল ইসলাম বাংলানিউজকে তথ্য নিশ্চিত করেছেন ৷

বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।