ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

লালমোহনে জামায়াত-শিবিরের ৩৫ নেতাকর্মী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৬
লালমোহনে জামায়াত-শিবিরের ৩৫ নেতাকর্মী আটক

ভোলা: ভোলার লালমোহন উপজেলার নাঙ্গলখালী এলাকায় গোপন বৈঠক চলাকালে জামায়াত-শিবিরের ৩৫ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১০টায় পৌর এলাকার ৫ নং ওয়ার্ড থেকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে নাশকতা পরিকল্পনার অভিযোগ রয়েছে।

লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তারুজ্জামান বাংলানিউজকে জানান, পৌর এলাকার ৫ নম্বর ওয়ার্ডে লাঙ্গলখালী এলাকার মাওলানা নুরুল্লাহ’র বাড়ির পেছনে একটি ঘরে বিভিন্ন বয়সের ৩৫ জামায়াত-শিবির কর্মী গোপন বৈঠক করছিলেন। বিষয়টি টের পেয়ে পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে।  

এরা নাশকতার পরিকল্পনা করছিলেন বলে অভিযোগ রয়েছে। তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাংলাদেশ সময়: ১০৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।