ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

মেহেরপুরে জামায়াত নেতা কারাগারে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৬
মেহেরপুরে জামায়াত নেতা কারাগারে

মেহেরপুর: মেহেরপুরে একটি মামলায় জামায়াত নেতা মশিউর রহমান সাবানকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

জেলার গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান সাবান বিএনপি-জামায়াতের হরতাল ও অবরোধের সময় রাস্তার গাছ কাটা ও সরকারি কাজে বাধা দেওয়ার ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি।



মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পন করে জামিন আবেদন করেন তিনি। এসময় বিচারক জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন জানান, ২০১৪ সালের ৫ জানুয়ারির জাতীয় সংসদ নির্বাচনের আগে জামায়াত ও বিএনপির ডাকা হরতাল ও অবরোধের সময় গাংনী উপজেলার গাঁড়াডোব গ্রামে পুলিশের ওপর হামলা ও গাছ কেটে সড়ক অবরোধ করার ঘটনায় গাংনী থানা পুলিশ মামলাটি করে।

বাংলাদেশ সময়: ১৮০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৬
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।