ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

লক্ষ্মীপুরে স্বেচ্ছাসেবক লীগ সাবেক নেতা গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৬
লক্ষ্মীপুরে স্বেচ্ছাসেবক লীগ সাবেক নেতা গ্রেফতার

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে গৃহকর্মী নির্যাতনের অভিযোগে কামরুল হাসান রুবেল (৪০) নামে স্বেচ্ছাসেবক লীগের সাবেক এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) ভোরে সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নের চৌপল্লী গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।



গ্রেফতারকৃত রুবেল সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফারিহা আক্তার পারুলের স্বামী।

পুলিশ ও অভিযোগে জানা যায়, কামরুল হাসান রুবেলের বাসায় দীর্ঘদিন ধরে গৃহকর্মীর কাজ করতেন মহেশখিল গ্রামের মানিকের স্ত্রী জোছনা বেগম। এ স‍ুবাদে জোছনার ছেলে ও মেয়ে ওই বাড়িতে বেড়াতে আসেন।

বুধবার (২৪ ফেব্রুয়ারি) রাতে রুবেল তার ঘরে বন্ধুদের নিয়ে মাদক সেবন করছিলেন। একপর্যায়ে মাদক শেষ হয়ে গেলে জোছনার ছেলে অটোরিকশা চালক জসিম উদ্দিনকে মাদকদ্রব্য এনে দিতে বলেন। জসিম রাজী না হয়ে অন্যত্র চলে যান। এতে ক্ষিপ্ত হয়ে রুবেল তার সহযোগিদের নিয়ে জোছনা ও তার মেয়ে মিনুকে মারধর করেন।

ঘটনার সময় রুবেলের স্ত্রী উপজেলা ভাইস চেয়ারম্যান তার বাবার বাড়িতে ছিলেন।

খবর পেয়ে বৃহস্পতিবার বিকেলে দত্তপাড়া তদন্ত কেন্দ্রের পুলিশ জোছনা ও তার মেয়েকে রুবেলের বাড়ি থেকে উদ্ধার করে। এ ঘটনায় রাতে নির্যাতনের শিকার জোছনা বাদী হয়ে তিনজনকে আসামি করে চন্দ্রগঞ্জ থানায় মামলা দায়ের করেন। শুক্রবার ভোরে সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নের চৌপল্লী গ্রাম থেকে প্রধান আসামি রুবেলকে গ্রেফতার করে পুলিশ।

লক্ষ্মীপুরের সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো. নাসিম মিয়া জানান, ভোরে অভিযান চালিয়ে গৃহকর্মী নির্যাতন মামলার প্রধান আসামি কামরুল হাসান রুবেলকে গ্রেফতার করা হয়। অপর দুই আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১১১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।