ঢাকা: তুচ্ছ অজুহাতে স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থীদের প্রার্থীতা বাতিল করছে নির্বাচন কমিশন (ইসি) এমন অভিযোগ তোলা হয়েছে দলের পক্ষ থেকে।
শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) বিএনপি’র সহ-দফতর সম্পাদক আসাদুল করিম শাহীন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ অভিযোগের কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রার্থীতা বাতিলের পাশাপাশি মনোনয়নপত্র জমা দিতে বাধা দেওয়া হচ্ছে। ইতোমধ্যে প্রায় ১১৪ জন বিএনপি মনোনীত প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিতে পারেননি-প্রার্থীতা হারিয়েছেন। এ ধরনের ঘটনা এদেশে নজীরবিহীন।
আমরা জানতে পেরেছি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য কমিয়ে দেওয়ার পরিকল্পনা করছেন নির্বাচন কমিশন। কেন কেন্দ্র প্রতি তিনজন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য সংখ্যা কমিয়ে দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে, তা সবার কাছে অত্যন্ত সুস্পষ্ট।
নির্বাচন নিয়ে ক্ষমতাসীনদের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ শুধু বিএনপি বা বিরোধী দলেরই নয়, সংবাদপত্রেও প্রতিদিন এসব ঘটনা ছাপা হচ্ছে, তথাপি কমিশন সেগুলি তুড়ি মেরে উড়িয়ে দিচ্ছে।
বাংলাদেশ সময়: ১৭১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৬
এটি