ঢাকা: নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নার নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছে নাগরিক ঐক্য।
শুক্রবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক সমাবেশে এ দাবি জানানো হয়।
সংগঠনের কেন্দ্রীয় সদস্য জিল্লুর সিদ্দিকী দিপুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বিপ্লপী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কমরেড সাইফুল হক, সংগঠনের ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক শহীদুল্লাহ কাওছার, কেন্দ্রীয় নেতা আতিক রহমান, ইঞ্জিনিয়ার ওয়াহিদুজ্জামান,আবু বকর সিদ্দিক, গাজী ইসলাম উদ্দীন প্রমুখ।
সমাবেশে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কমরেড সাইফুল হক বলেন, অবৈধভাবে মাহমুদুর রহমান মান্নাকে গ্রেফতার করা হয়েছে। সরকারের অন্যায় অপকর্ম সম্পর্কে কথা বলেছেন বলেই তিনি গ্রেফতার হয়েছেন।
মাহমুদুর রহমান মান্না অন্যায় না করেই বিনা বিচারে কারাগারে আছেন শুধু অপকর্মের বিরুদ্ধে কথা বলার জন্যই। আর এ ঘটনা ইতিহাসে নজিরবিহীন বলেও মন্তব্য করেন তিনি।
এ সময় ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক শহীদুল্লাহ কাওছার বলেন, ষড়যন্ত্র করে ফোনালাপের অভিযোগ তুলে মান্নাকে কারগারে আটকে রাখা হয়েছে।
সরকার ১৬ কোটি মানুষের সাথে স্বৈরাচারী আচরণ করেছে। এর প্রতিবাদ করায় মাহমুদুর রহমানকে আটক করা হয় বলে অভিযোগ করেন তিনি।
সমাবেশ থেকে কারাবন্দি মান্নার অনতিবিলম্বে মুক্তির দাবি জানান বক্তারা। উল্লেখ্য, এক বছর তিনদিন হলো কারাগারে আটক আছেন মাহমুদুর রহমান মান্না।
বাংলাদেশ সময়: ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৬
এফবি/ এসএস/