পাবনা: পাবনার সুজানগর উপজেলায় বালুমহাল দখলকে কেন্দ্র করে আওয়ামী লীগের দু’পক্ষের সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন।
শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার নাজিরগঞ্জে এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে আমিরুল ইসলাম (৩৫), আবুল পাশা (২৯), মোস্তফা কামাল (৪২), সাঈদ রহমান (৩৫) নাজির খাঁর (৪১) নাম জানা গেছে। তাদের মধ্যে মোস্তফা কামাল ও সাঈদ রহমানকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
স্থানীয়রা জানায়, সুজানগর উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবুল কাশেম ও সাধারণ সম্পাদক পৌর মেয়র আব্দুল ওহাব সমর্থিত দুই পক্ষের মধ্যে নাজিরগঞ্জ বালুমহাল দখল নিয়ে বিরোধ চলে আসছে।
শুক্রবার দুপুরে কাশের গ্রুপের লোকজন বালুমহাল দখলের পর বালি উত্তোলন করতে গেলে ওহাব গ্রুপের লোকজনের সঙ্গে কথাকাটাকাটি হয়। এর জের ধরে সন্ধ্যায় দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের ১০ জন আহত হয়।
সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাকিল উদ্দিন মাহমুদ এ তথ্য নিশ্চিত করে বাংলানিউজকে জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৬
এমজেড