ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

রাজশাহীতে ২ ছাত্রলীগ নেতাকর্মীকে পুলিশে সোপর্দ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৬
রাজশাহীতে ২ ছাত্রলীগ নেতাকর্মীকে পুলিশে সোপর্দ

রাজশাহী: রাজশাহীতে মদ্যপ অবস্থায় ছাত্রলীগের দুই নেতাকর্মীকে পুলিশে সোপর্দ করেছেন হোটেল মালিক ও তার কর্মচারীরা।

শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) দিনগত রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।



ছাত্র লীগের ওই দুই নেতাকর্মী হলেন- রাজশাহী মহানগর ছাত্রলীগের সহ সভাপতি রমজান আলী জনি ও কর্মী সাগর।

মহানগরীর লক্ষ্মীপুর এলাকার মাস্টারসেফ বাংলা রেঁস্তোরার কর্মকর্তা শফিকুজ্জামান সুজন জানান, রাত সাড়ে ১২টার দিকে মদ্যপ অবস্থায় এসে জনি ও সাগর চাঁদা দাবি করে। এসময় চাঁদা দিতে অস্বীকার করায় জনি ও সাগর তার ব্যবসায়ী পার্টনার নিজাম হোসেন রানার মোটরসাইকেল এবং হোটেলের আসবাবপত্র ভাঙচুর করে।

এক পর্যায়ে স্থানীয় লোকজন ও হোটেল কর্মচারীদের সহযোগিতায় তাদের আটক করে পুলিশে সোপর্দ করা হয়।

রাজশাহীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান জানান, আটকদের রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। সুস্থ হওয়ার পর তাদের জিজ্ঞাসাবাদ করা হবে।
 
এ ঘটনায় মামলা হবে বলে জানান তিনি

বাংলাদেশ সময়: ০৩১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৬
এসএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।