ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ইউপি নির্বাচনে বিএনপি নিজেরাই নিজেদের বাঁধা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৬
ইউপি নির্বাচনে বিএনপি নিজেরাই নিজেদের বাঁধা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নোয়াখালী: ইউপি নির্বাচন নিয়ে বিএনপির বিভিন্ন অভিযোগ প্রসঙ্গে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি আসলে নিজেরাই নিজেদের বাঁধা।

মন্ত্রী আরো বলেন, নির্বাচনে তাদের মনোনীত প্রার্থীরা পালিয়ে বেড়াচ্ছে।

ভয়কে তারা জয় করতে পারেনি। বিএনপি এখনো নির্বাচন ও আন্দোলন করার সাহস অর্জন করতে পারেনি। এজন্য তারা ইউপি (ইউনিয়ন পরিষদ) নির্বাচন নিয়ে ভয় পাচ্ছে। এ ভয়কে জয় করতে না পারাই তাদের নির্বাচনে অংশগ্রহণে বাঁধা হয়ে দাঁড়িয়েছে।

শনিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার রসুলপুর ইউনিয়নে বেঙ্গল ফিড অ্যান্ড ফিশারিজ লিমিটেডের কারখানা উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নোয়াখালী-দুই আসনের সংসদ সদস্য মোরশেদ আলম।

এসময় অনেকের মধ্যে নোয়াখালী-তিন (বেগমগঞ্জ) আসনের সংসদ সদস্য মামুনুর রশীদ কিরণ, জেলা পরিষদ প্রশাসক ডা. এ বি এম জাফর উল্যাহ, জেলা প্রশাসক বদরে মুনীর ফেরদৌস, চৌমুহনী পৌরসভার মেয়র আক্তার হোসেন ফয়সল, বিশিষ্ট শিল্পপতি এ টি এম এনায়েত উল্যাহ, অতিরিক্ত পুলিশ সুপার এসএম আশরাফুজ্জামান উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৬
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।