ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ইউপি নির্বাচনও উপজেলা ও পৌর নির্বাচনের মতো হবে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৬
ইউপি নির্বাচনও উপজেলা ও পৌর নির্বাচনের মতো হবে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু / ফাইল ফটো

কুষ্টিয়া: জাসদ সভাপতি তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, আমাদের সরকার ও প্রশাসন যেভাবে উপজেলা ও পৌরসভা নির্বাচন করেছে সেইভাবেই ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন হবে।

শনিবার (২৭ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে কুষ্টিয়ার ভেড়ামারা ডিগ্রি কলেজে নবীনবরণ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।



ইনু বলেন, তফসিল ঘোষণার পর এখন পর্যন্ত এমন কোনো ঘটনা ঘটেনি, যেটা নিয়ে আতঙ্কিত হওয়ার কারণ আছে। ৯০ সালের পর থেকে বিএনপি যতবার নির্বাচনে পরাজিত হয়েছে, ততবারই তারা আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতি অনাস্থা প্রকাশ করেছে। বিএনপির আসলে তাদের প্রতি কোনো বিশ্বাস নেই।

তথ্যমন্ত্রী বলেন, দেশে একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির জন্য বিএনপি নির্বাচনী পদ্ধতিটা ব্যবহার করতে চায়। সেই সুযোগে, চক্রান্তের মধ্য দিয়ে তারা ক্ষমতা দখলের একটা পাঁয়তারা করছে।

তিনি বলেন, নির্বাচন নয় তাদের উদ্দেশ্য হচ্ছে এ উপলক্ষে একটা সমস্যা তৈরি করা। সেটা করতে পারলেই কিছুদিন চক্রান্তের জাল বিস্তার করবে। কিন্তু সেই দিন শেষ হয়ে গিয়েছে।

তিনি বলেন, ইউপি নির্বাচন হচ্ছে। সবাই প্রার্থী দিয়েছে। ৮০০ এর মধ্যে ৫০ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এটা অতীতেও হয়েছে, এটা এমন কোনো ব্যাপার না।

এ সময় উপস্থিত ছিলেন, নারী জোটের কেন্দ্রীয় আহ্বায়ক আফরোজা হক রীনা, জেলা জাসদের সাধারণ সম্পাদক আব্দুল আলীম স্বপন, ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শান্তি মনি চাকমা প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।