ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

উখিয়া উপজেলা বিএনপি’র সম্মেলন সম্পন্ন

সরওয়ার সভাপতি, সুলতান সাধারণ সম্পাদক

স্টাফ করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৬
সরওয়ার সভাপতি, সুলতান সাধারণ সম্পাদক সরওয়ার জাহান চৌধুরী ও সোলতান মাহমুদ চৌধুরী

কক্সবাজারঃ  উখিয়া উপজেলা বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সন্ধ্যা ৭ টায় আবুল কাশেম-নুর জাহান চৌধুরী উচ্চ বিদ্যালয়ের মাঠে ওই কাউন্সিল  অনুষ্ঠিত হয়।



এতে উপস্থিত কাউন্সিলারদের মতামত ও সরাসরি সমর্থনে উপজেলা চেয়ারম্যান সরওয়ার জাহান চৌধুরীকে  সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান সোলতান মাহমুদ চৌধুরীকে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়।

এর আগে বিকাল ৪ টায় একই স্থানে বিএনপির সম্মলেন অনুষ্ঠিত হয়।

এতে  প্রধান অতিথি  কক্সবাজার জেলা বিএনপির সভাপতি সাবেক হুইপ শাহজাহান চৌধুরী আওয়ামীলীগ কে নব্য বাঁকশালী স্বৈরাচার সরকার আখ্যায়িত করেন।

তিনি আরো  বলেন, গণতন্ত্রকে পদতলিত করে দেশে এখন একনায়কতন্ত্র কায়েম করেছে সরকার। হত্যা, খুন, গুম, নির্যাতন অত্যচার, দুর্নীতি দখলবাজ, সন্ত্রাসী ও বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা এবং জেল জুলুমের মাধ্যমে আওয়ামীলীগ সরকার এ দেশকে নরকযন্ত্রে পরিণত করেছে।

প্রধান অতিথি আরো বলেন, ১৫৩ টি সংসদীয় আসনে বিনা ভোটে বিকাশ এমপি বানিয়ে অবৈধ ভাবে দেশ পরিচালনার মাধ্যমে এদেশের মানুষের ভোট ও গণতন্ত্রের অধিকার হরণ করেছে। তাই দেশের মানুষকে আওয়ামী দু:শাসনের কবল থেকে রক্ষা করার জন্য শহীদ জিয়ার আদর্শের সকল সৈনিক ও দেশ প্রেমিক নাগরিককে রাজপথে তীব্র আন্দোলন সংগ্রাম চালিয়ে যাওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে।

উখিয়া বিএনপির সভাপতি কাজী রফিক উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান বক্তা ছিলেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আরা স্বপ্না। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সিরাজুল হক   কক্সবাজার পৌর বিএনপির সভাপতি রফিকুল হুদা চৌধুরী ও স্বেচ্ছাসেবক দলের সভাপতি অধ্যাপক আজিজুর রহমান, কেন্দ্রীয় যুবদলের সদস্য এম মোকতার আহমদ, জেলা ছাত্রদলের সভাপতি রাশেদুল হক রাশেল প্রমুখ।

বাংলাদেশ সময় : ২০৩২ ঘন্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৬
টিটি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।