হবিগঞ্জ: পূর্ব বিরোধের জের ধরে হবিগঞ্জের বাহুবল উপজেলার মিরপুর ইউনিয়ন যুব সংহতির সভাপতি রফিক মিয়াকে (৩২) কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন।
রোববার (২৮ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-সিলেট রেলপথের বাহুবল উপজেলার বারো আউলিয়া এলাকা থেকে তার পাঁচ টুকরা করা মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত রফিক মিয়া উপজেলার পশ্চিম জয়পুর গ্রামের আব্দুর রহমানের ছেলে।
এ হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বাহুবল উপজেলার পশ্চিম জয়পুর গ্রামের জাহের মোল্লা (৪৫) ও তার বড় ভাই আবুল কালামকে (৪৮) আটক করেছে বাহুবল মডেল থানা পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাত ১২টা থেকে রফিক মিয়ার খোঁজ পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজির করেও তাকে না পেয়ে বাহুবল মডেল থানায় খবর দেন পরিবারের লোকজন। পরে পুলিশ অভিযান চালিয়ে রোববার সকাল সাড়ে ৮টার দিকে বাড়ির পাশের জমিতে রফিকের গেঞ্জি, রক্ত মাখা কুড়াল ও পাশের পুকুর থেকে রফিকের ব্যবহৃত লুঙ্গি উদ্ধার করে। এর সূত্র ধরে বেলা ১১টার দিকে ঢাকা-সিলেট রেলপথের বারো আউলিয়া এলাকায় রফিকের পাঁচ টুকরা করা মরদেহ পাওয়া যায়।
তারা আরো জানান, রফিক মিয়ার সঙ্গে রাস্তা নিয়ে পাশের বাড়ির জাহের মোল্লা ও তার পরিবারের বিরোধ চলছিল। এর জের ধরে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে।
বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরো জানান, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় সন্দেহভাজন দু’জনকে আটক করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৩৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৬
এসআই